Miss Universe 2021 Winner: 'নিজের ওপর বিশ্বাস রাখাটাই আসল', সেরার শিরোপা জিতে অনুভূতি ভাগ করলেন হরনাজ সান্ধু
Miss Universe 2021 Winner: 'আমি মনে করি কেউ নিজের জীবনের লক্ষ্যে পৌঁছতে চাইলে সেটা সম্ভব কেবলমাত্র সে যদি শারীরিকভাবে সুস্থ হয় তবেই। তাই এই প্ল্যাটফর্মের সাহায্য়ে স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাইব।'
নয়াদিল্লি: সফল মানুষেরা প্রায়ই বলেন যে স্বপ্ন অর্জনের প্রথম পদক্ষেপ হল বিশ্বাস রাখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে চলা। হরনাজ কৌর সান্ধু (Harnaaz Kaur Sandhu), যিনি ৭০তম 'মিস ইউনিভার্স' (Miss Universe) মুকুট পেলেন, তিনিও এমনই একজন। উদ্দেশ্য নিয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্যে পৌঁছলেন।
অনুষ্ঠান শেষের পর এক সাক্ষাৎকারে সান্ধু তাঁর জয় নিয়ে কথা বলেন, জানান তাঁর পরবর্তী পরিকল্পনার কথাও।
২১ বছর পর ভারতের হয়ে সেরার শিরোপা পেয়ে কেমন লাগছে? হরনাজ সান্ধুর কথায়, 'পুরোটা খুবই আনন্দের এবং অবিশ্বাস্য। অবশেষে, ২১ বছর পর ভারত 'মিস ইউনিভার্স'-এর মুকুট পরতে পারল এবং আমার মনে হয় এই দিনটার জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।'
নিজের জয় সম্পর্কে বেশ বিশ্বাসী ছিলেন আপনি এবং তাই হল... আপনার সাফল্যের চাবিকাঠি কী? প্রশ্ন শুনে সান্ধুর উত্তর, 'নিজের দেশের প্রতিনিধিত্ব করা বিশাল বড় একটা ব্যাপার। নিজের ওপর বিশ্বাসটা রাখতে হয় এবং ভেতর থেকে এই উপলব্ধিটা করতে হয় যে এই কাজটাই তোমার জীবনের লক্ষ্য। তোমার কাছে যা যা সুযোগ আসবে তাঁর সিংহভাগটা নিজের করে নেওয়ার ইচ্ছেটা থাকতে হবে। আমরা যখন বুঝতে পারি যে জীবনে কী করতে চাই তখন আমাদের অনেকটা বদলে ফেলতে হয় নিজেদের। সেই বিশ্বাস, ভালবাসা এবং দেশের প্রত্যেকটা মানুষের প্রার্থনা আমাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে।'
এই বছরটা আপনার জন্য বেশ ব্যস্ততায় কাটবে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে বদল আনবেন বলে ভাবছেন? 'এই সংস্থা যে সমস্ত বিষয়ে নজর দেয় সেগুলোর দিকে আরও ভাল করে নজর দিতে চাই আমি। সঙ্গে নারী সুরক্ষা ও ঋতুচক্রের স্বাস্থ্যবিধি সংক্রান্ত কাজ তো আছেই। আমার মা, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এবং তিনি সবসময় শিখিয়েছেন যুবতীদের সঙ্গে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করতে, কারণ তাঁরাই কালকের ভবিষ্যৎ। আমাদের আশেপাশের এবং গোটা বিশ্বের মহিলারা এখনও এই ব্যাপারে কথা বলতে অস্বস্তি বোধ করেন। আমি মনে করি কেউ নিজের জীবনের লক্ষ্যে পৌঁছতে চাইলে সেটা কেবলমাত্র একজন শারীরিকভাবে সুস্থ হলেই সম্ভব। তাই এই প্ল্যাটফর্মের সাহায্য়ে এই ধরণের বিষয় নিয়ে কথা বলতে চাইব।'
লারা দত্ত আপনাকে 'মিস ইউনিভার্সের জগৎ'-এ স্বাগত জানিয়েছেন। আপনি কিছু বলতে চান? 'আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। একজন অন্যতম রানি, যিনি তাঁদের মধ্যে একজন হয়ে ওঠার অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন আমাকে, তিনিই আমাকে তাঁদের দুনিয়ায় স্বাগত জানাচ্ছেন। নারীরাই নারীদের এগিয়ে নিয়ে যায়, গোটা পৃথিবীর বদল ঘটাতে এবং তাঁদের অন্যতম হতে পেরে আমি ধন্য। এই জিনিসটার জন্য আমি কৃতজ্ঞ। লারা সত্যিই আমাকে ভীষণ সাহায্য় করেছেন এবং আমাকে শিখিয়েছেন যে নিজের ওপর বিশ্বাসটাই আসল।'