Miss Universe 2021: কোন নায়কের সঙ্গে বলিউডে ডেবিউ করতে চান মিস ইউনিভার্স হরনাজ সান্ধু?
সুস্মিতা সেন থেকে লারা দত্ত প্রত্যেকেই বলিউডে অভিনেত্রী হিসেবে পা রেখেছেন। হরনাজ সান্ধুর মিস ইউনিভার্স জয়ের পরই প্রশ্ন উঠেছে, তিনিও কি বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করবেন?
মুম্বই: ১৯৯৪ সালে সুস্মিতা সেন (Susmita Sen) নিউ ইউনিভার্সের (Miss Universe) খেতাব জিতেছিলেন। পরবর্তীকালে লারা দত্ত (Lara Dutta) সেই খেতাব জেতেন। আর লারা দত্তের মিস ইউনিভার্স হওয়ার একুশ বছর পর ফের কোনও ভারতীয় নারীর মাথায় মিস ইউনিভার্সের মুকুট উঠল। আর দীর্ঘ একুশ বছর পর এই অভাবনীয় কাজ করলেন একুশ বছর বয়সী হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। সুস্মিতা সেন থেকে লারা দত্ত প্রত্যেকেই বলিউডে অভিনেত্রী হিসেবে পা রেখেছেন। হরনাজ সান্ধুর মিস ইউনিভার্স জয়ের পরই প্রশ্ন উঠেছে, তিনিও কি বলিউডে অভিনয় কেরিয়ার শুরু করবেন? যেখানে তিনি ইতিমধ্যেই অভিনয় জীবন শুরু করে দিয়েছেন গত পাঁচ বছর ধরে। পাশাপাশি তাঁকে এমনও প্রশ্ন করা হয়েছে, যদি তিনি বলিউডে ডেবিউ করেন, তাহলে কোন অভিনেতাকে নিজের বিপরীতে দেখতে চান?
বলিউডে আত্মপ্রকাশ প্রসঙ্গে হরনাজ সান্ধু এক সাক্ষাৎকারে বলেন, 'আমি জানি না ভবিষ্যতে কী হবে। কারণ, আমি এমনই এক ব্যক্তি, যে কখনও পরিকল্পনা করে জীবন কাটায় না। তবে, যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই ভালোবেসে কাজ করব। কারণ, ওটাও আমার একটা স্বপ্ন। আমি একজন পেশাদার অভিনেত্রী। গত পাঁচ বছর ধরে থিয়েটারে অভিনয় করছি। অভিনয়ের মাধ্যমে আমি মানুষকে প্রেরণা দিতে চাই এবং আজ মেয়েরা যে জায়গায় রয়েছে আর চাইলে তারা কোথায় যেতে পারে, পুরনো ধ্যানধারণা ভেঙে নতুন কিছু তৈরি করতে চাই। এর একটা বড় কারণ, ছবি মানুষকে অনেক কিছু শুধু শেখায়ই না, প্রেরণাও দেয়। ছবিতে কোনও কিছু দেখালে, তা খুব সহজেই মানুষের মনে ও মাথায় প্রভাব বিস্তার করে। আর এর মাধ্য়মে আমিও মানুষকে প্রভাবিত করতে চাই। সমাজের জন্য সেরা কিছু করতে চাই'
আরও পড়ুন - Madhuri Dixit: মাধুরী দীক্ষিতের অনলাইন ডান্স কনসার্টে যোগ দিতে চান? প্রতিযোগীদের জন্য বিশেষ পুরস্কার
যখন তাঁকে প্রশ্ন করা হয় কোন পরিচালক কিংবা কোন অভিনেতার সঙ্গে তিনি বলিউডে ডেবিউ করতে চান, সেই প্রসঙ্গে হরনাজ সান্ধু বলেন, 'যদি সুযোগ পাই, তাহলে সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে কাজ করতে চাই। ওঁ যেভাবে কাজ করেন, আমার খুবই ভালোলাগে। আমি যেকোনও কাজের গুণগত মানের উপর জোর দিই। ওঁর ছবিতে যেভাবে গুণগত মান বজায় রেখে দর্শকের কাছে তুলে ধরা হয়, তা আমি খুবই পছন্দ করি।'
হরনাজ সান্ধু আরও বলেন, 'আমি এর আগেও বলেছি। শাহরুখ খানের (Shahrukh Khan) প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই প্রচুর পরিমাণে রয়েছে। আজকের দিন পর্যন্ত তিনি যেভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে চলেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। আর সেটাই আমার সবথেকে বেশি ভালোলাগে। একজন সফল মানুষ হওয়ার পরও কীভাবে মাটির মানুষ হয়ে থাকতে হয়, তা শাহরুখ খানের থেকে শেখার মতো। প্রতিটা সাক্ষাৎকারে তিনি যেভাবে কথা বলেন, আমি তা শুনে মুগ্ধ হয়ে যাই। তিনি একজন অসাধারণ শিল্পী, অসাধারণ প্রতিভা এবং অসাধারণ একজন মানুষ।'