Mithun Chakraborty: অ্যাকশন বা থ্রিলার যতই চলুক, মূল্যবোধের ছবির গুরুত্ব আলাদা: মিঠুন চক্রবর্তী
Mithun Chakraborty on Raj and Subhasree: এই ছবিতে মিঠুন চক্রবর্তীর আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে শুভশ্রীকে। মিঠুনের কেমন লাগল তাঁর সঙ্গে কাজ করে?
কলকাতা: বর্তমানে মানুষ যখন ঝুঁকছেন অ্যাকশন ছবি বা থ্রিলারের দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পরিবারের সমাজের গল্প বলবে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি 'সন্তান' (Shontaan)। ২০ ডিসেম্বর এসভিএফের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। আর তাঁর আগে সমাজে মূল্যবোধের ছবির গুরুত্ব বোঝালেন মিঠুন চক্রবর্তী খোদ...
এর আগে 'প্রজাপতি', 'কাবুলিওয়ালা', 'শাস্ত্রী'-র মতো ছবিতে অভিনয় করেছেন মিঠুন। প্রত্যেকটি ছবিই তুলে ধরেছে সামাজিক পরিস্থিতির গল্প। সেই রাস্তায় হেঁটেছে 'সন্তান'-ও। মিঠুন বলছেন, 'মানুষ যে কোনও ছবির দিকেই ঝুঁকুন না কেন, মূল্যবোধের ছবির গুরুত্ব সবসময়েই একইরকম থাকবে। যদি গল্প ভাল হয়, তাহলে আপনি থিয়েটারে লোক খুঁজে পাবেন। গল্প ভাল না হলে যে কোনও মাধ্যমেই দর্শক পাবেন না। যে ছবিই করা হোক না কেন, তা যেন মানুষের হৃদয়কে ছোঁয়।'
এই ছবিতে মিঠুন চক্রবর্তীর আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে শুভশ্রীকে। মিঠুনের কেমন লাগল তাঁর সঙ্গে কাজ করে? অভিনেতা বলছেন, 'শুভশ্রীর সঙ্গে ডান্স বাংলা ডান্স-এ কাজ করেছি। ভীষণ দক্ষ একজন অভিনেত্রী ও। স্ক্রিনে ওর খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। খুব লম্বা ও.. ওর ব্যক্তিত্বে একটা জোর রয়েছে। ইতিমধ্যেই তো ও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। আর যতটুকু কাজ করেছে, ভীষণ ভাল কাজ করেছে।' রাজের সঙ্গে ক্যামেরার বাইরে মিঠুনের সম্পর্কটা ঠিক কেমন? অভিনেতা বলছেন, 'ও আমার বিগেস্ট ফ্যান। ও পালিয়ে মুম্বই চলে গিয়েছিল। তবে রাজ এমনিই খুব কম কথা বলে। ও সেটে এসে আমায় দৃশ্য বুঝিয়ে দিত। তারপরে বলত, 'বাকিটা তুমি জানো'। ওর আমার ওপর এত ভরসা যে ও মনে করত, এটুকু বললেই দাদা করে দেবে।'
টলিউডের নতুন প্রজন্মের সঙ্গে সদ্যই একাধিক কাজ করলেন মিঠুন। কোথাও কি গিয়ে মনে হয়েছে তাঁর সময়ের থেকে এই সময়ে টলিউড বদলে গিয়েছে? মিঠুন বলছেন, 'যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের ব্যবহার ভীষণ ভাল। প্রত্যেকে খুব ভাল অভিনেতা অভিনেত্রী। আর প্রত্যেকেই ফিল্মটা বোঝে। শুধু অভিনয়টা গুরুত্বপূর্ণ নয়। যদি ফিল্মকে জেনে অভিনয় করা যায়, তাহলে আরও বেশি আকর্ষণীয় হয়ে যায় কাজ টা। সবার জন্যই। আমি জানি এখানে কী লেন্স লাগানো রয়েছে, আমি জানি কতটা সে আমায় ধরে রেখেছে, সেই হিসেবে কাজ করা। যাঁদের সঙ্গে কাজ করেছি প্রত্যেকেই ভীষণ দক্ষ আর খুব ভাল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।