Mithun on Dabaru: 'দাবাড়ু'-র ঝলক দেখে মুগ্ধ মিঠুন, পরিচালক-অভিনেতাদের উদ্দেশে 'মহাগুরু'-র কী বার্তা?
New Bengali Film: পথিকৃৎ বসুর পরিচালনায় অন্য একটি ছবিতে অভিনয় করছেন মিঠুন। সেই ছবির নাম 'শাস্ত্রী'। ফলে পথিকৃতের সঙ্গে আলাপ রয়েছে মিঠুনের
কলকাতা: সাদা-কালো এক লড়াইয়ের গল্পকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পথিকৃৎ বসু। ছবির নাম 'দাবাড়ু'। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির টিজার। নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের প্রযোজনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি হয়েছে নতুন ছবি। আর সেই টিজার দেখে কী বলছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)?
পথিকৃৎ বসুর পরিচালনায় অন্য একটি ছবিতে অভিনয় করছেন মিঠুন। সেই ছবির নাম 'শাস্ত্রী'। ফলে পথিকৃতের সঙ্গে আলাপ রয়েছে মিঠুনের। আর তাঁর পরিচালিত 'দাবাড়ু'-র টিজার দেখে মুগ্ধ মহাগুরু। মিঠুন বলছেন, 'দাবাড়ুর টিজারটা দুর্দান্ত লাগল। ছোট ছোট শট, ক্যামেরার অ্যাঙ্গেল সব মিলিয়ে দারুণ। পথিকৎ নতুন প্রজন্মের পরিচালক। ওর কাছ থেকে এমন একটা ছবিই আমরা আশা করতে পারি। আমরা সবাই তো দাবাই খেলছি। জীবনের। এই ছবিটা তৈরিও বেশ কঠিন। আশা করি ছবিটা সবার ভাল লাগবে।'
এই ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে দেখা যাবে সূর্য শেখরের শিক্ষকের চরিত্রে। ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কে দেখা যাবে ‘দাবাড়ু’ সূর্য শেখরের মায়ের চরিত্রে। নেতিবাচক চরিত্রে নজর কাড়ছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। টিজারের পরতে পরতে ফুটে উঠেছে এক অসম লড়াইয়ের গল্প। উত্তর কলকাতার খুব সাদামাটা ঘরের এক পরিবারের ছেলের গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার গল্প।
এই ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন, অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। এই ছবিতে অভিনয় করছেন 'পোস্ত' ছবির সেই খুদে অভিনেতা, অর্ঘ্য বসু রায়। প্রসঙ্গত, এই ছবিতে তুলে ধরা হয়েছে গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে। আগামী ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা অন্য স্বাদের এই ছবিটির।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।