এক্সপ্লোর
Advertisement
পদ্মাবতী যাচাই করতে হবে, ইতিহাসবিদ খুঁজছে মোদী সরকার
নয়াদিল্লি: সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতীতে সব ঐতিহাসিক তথ্য ঠিকঠাক দেখানো হয়েছে কিনা তা নামী ইতিহাসবিদদের দিয়ে যাচাই করা চায় কেন্দ্র। জানা গিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ ব্যাপারে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাহায্য চেয়েছে।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যোগ্য ইতিহাসবিদদের নাম প্রস্তাব করবে, যাঁদের নিয়ে গঠিত সেন্সর বোর্ড প্যানেল পর্যালোচনা করবে ছবিটির।
জানা গিয়েছে, সেন্সর বোর্ড এ ব্যাপারে চিঠি লেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে। বলে, পদ্মাবতী নিয়ে যেহেতু বহু মহল থেকে প্রতিবাদ উঠেছে, তাই ছাড়পত্র দেওয়ার জন্য কয়েকজন ইতিহাসবিদকে তারা ছবিটি দেখাতে চায়। তাই মন্ত্রককে তারা অনুরোধ করে, কয়েকজন ইতিহাসবিদকে এ ব্যাপারে সম্মত করাতে।
বনশালীর বিরুদ্ধে অভিযোগ, ছবিতে ইতিহাস বিকৃত করে দেখানো হয়েছে, রাজপুত রানি পদ্মিনী ও সুলতান আলাউদ্দিন খিলজির মধ্যে একটি স্বপ্নদৃশ্য রয়েছে। যদিও ছবি নির্মাতারা অস্বীকার করেছেন এই অভিযোগ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement