Mouni on Karwa Chauth: 'প্রথম সবকিছু বিশেষ', করবা চৌথের মেহেন্দিতে হর পার্বতীর ছবি আঁকলেন মৌনী
Mouni on Karwa Chauth: চলতি বছরের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনী রায়। দীর্ঘদিনের প্রমিক সূর্য নামবিয়ার সঙ্গে বিয়ে সারেন বঙ্গতনয়া।
মুম্বই: বিয়ের পরে এই বছর প্রথম করবা চৌথ বঙ্গকন্যার। হাত ভরা মেহেন্দিতে, ভালোবাসায় সাজলেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি।
চলতি বছরের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৌনী রায়। দীর্ঘদিনের প্রমিক সূর্য নামবিয়ার সঙ্গে বিয়ে সারেন বঙ্গতনয়া। সোশ্যাল মিডিয়ায় সূর্য-মৌনীর বিয়ের ছবি দেখে উচ্ছসিত হয়েছিল নেটদুনিয়া। বিয়ের পরে এই বছরই প্রথম করবা চৌথ পালন করবেন মৌনী। সকাল থেকেই শুরু হয়েছে সেই তোড়জোড়।
আরও পড়ুন: Phone Bhoot Song out: রহস্য আর মজার মোড়কে লাস্যময়ী ক্যাটরিনা, মুক্তি পেল 'ফোন ভূত'-এর প্রথম গান
সোশ্যাল মিডিয়ায় সেই মেহেন্দির ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেই মেহেন্দিতে মৌনীর এক হাতে আঁকা হর-পার্বতীর ছবি। শিবের বুকে মাথা রেখেছেন সুখী পার্বতী। আর অন্য হাতের মেহেন্দিতে আঁকা, কলসী নিয়ে একটি মেয়ে চলেছে। মৌনীর এই অভিনব মেহেন্দির প্রশংসা করেছেন অশোপা চারু (Ashopa Charu)।
সদ্য মুক্তি পেয়েছে মৌনীর নতুন ছবি ব্রহ্মাস্ত্র (Bramhastra)। বক্সঅফিসে ছবির দারুণ ব্যবসা হয়েছে। বলিউডে লক্ষ্মীলাভের খরায় কার্যত জোয়ার এনেছে ব্রহ্মাস্ত্র (Bramhastra)। মৌনী রায় এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। ছবির নায়ক নায়িকা ছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)।
আজ সোশ্যাল মিডিয়ায় করবা চৌথের মেহেন্দির ছবি শেয়ার করে নিয়ে মৌনী লিখেছেন, 'প্রথম সবকিছু খুব বিশেষ, শুভ করবা চৌথ সুন্দরীরা।'
View this post on Instagram