Mouni Roy Marriage: গায়ে হলুদ, মেহেন্দি সারা, আগামীকাল সাতপাক মৌনীর
দীর্ঘদিনের প্রেমিক প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। আজ গোয়ায় গায়ে হলুদ আর মেহেন্দি অনুষ্ঠান হয়েছে মৌনীর। আগামীকাল সাতপাকে ঘুরবেন অভিনেত্রী।
কলকাতা: হলুদ লেহঙ্গায় ঝলমল করছেন তিনি। কপালে ভারি টিকলি আর কানের ভারি দুলেই সাজ সম্পূর্ণ বাঙালি কন্যের। দীর্ঘদিনের প্রেমিক প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন মৌনী রায় (Mouni Roy)। আজ গোয়ায় গায়ে হলুদ আর মেহেন্দি অনুষ্ঠান হয়েছে মৌনীর। আগামীকাল সাতপাকে ঘুরবেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় আজ নিজের বিবাহ অনুষ্ঠানের কোনও ছবি প্রকাশ করেননি মৌনী। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন তাঁর বন্ধুরা। বিয়েতে উপস্থিত ছিলেন মন্দিরা বেদী, অর্জুন বিজলানি থেকে শুরু করে বলিউডের ছোটপর্দা ও বড়পর্দার একাধিক তারকারা। সোশ্যাল মিডিয়ায় মৌনীর ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা।
মেহেন্দি অনুষ্ঠানে বেশ হাসিমুখেই ধরা দিলেন মৌনী। খোলা চুলে মৌনীকে মোহময়ী দেখাচ্ছিল। প্রথমে জানা গিয়েছিল বিয়ে করতে বিদেশে উড়ে যাবেন তিনি। দুবাই বা ইতালিতে বসবে তাঁর বিয়ের আসর। কিন্তু পরবর্তীকালে পরিবারসূত্রে জানা যায়, বিদেশে নয়, দেশের মাটিতেই সাতপাক ঘুরবেন মৌনী।
আরও পড়ুন: গায়ে হলুদ, মেহেন্দি সারা, আগামীকাল সাতপাক মৌনীর
গত ডিসেম্বরেই অভিনেত্রীর ছবি এবং ভিডিও দেখে নেটিজেনদের সন্দেহ করা হয়েছিল, গোয়ায় ‘ব্যাচেলরেট পার্টি’-তে আনন্দে মজেছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, সেই গোয়ার সমুদ্রসৈকতেই বিয়েও সারছেন 'নাগিন'-এর তারকা।
শোনা যাচ্ছে, বিয়েতে অতিথি অভ্যাগতরা সাদা পোশাকে সাজবেন। সাদা পোশাকে সমুদ্রতীরে ঝড় তুলবেন তাঁরা। কেমন হবে মৌনীর বিয়ের পোশাক? কোন ডিজাইনারের পোশাকেই বা সাজবেন তিনি? বলিউডে বিয়ের জন্য এখন কার্যত প্রথম পছন্দ সব্যসাচীর ডিজাইন করা পোশাক। ক্যাটরিনা কইফ থেকে শুরু করে অনুষ্কা শর্মা, সবাই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন সব্যসাচীর পোশাক। সদ্য বিবাহিক অঙ্কিতা লোখণ্ডে ও তাক লাগিয়েছিলেন রুপোলি ও অফ হোয়াইট পোষাকে তাক লাগিয়েছিলেন। তবে তিনি সব্যসাচীর পোশাক বাছেননি।
রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন অভিনীত আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-তেও দেখা যাবে মৌনীকে। এই ছবির শ্যুটিং চলেছে দীর্ঘদিন ধরে। বেঙ্গালুরুর জৈন পরিবারে জন্ম মৌনীর প্রেমিক সূর্যর। দুবাইয়ে ব্যবসা করেন সূর্য। এই কারণেই হয়ত অনেকে মনে করেছিলেন, দুবাইতেই সাতপাকে ঘুরতে উড়ে যাবেন মৌনী। কিন্তু তা হয়নি। দেশের মাটিতেই ভালোবাসার বন্ধনে বাঁধা পড়বেন মৌনী।