Mouni-Suraj Wedding Ceremony: সিঁদুরে রাঙা মৌনীকে চুম্বন সূর্যের, শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি
প্রেমিকাকে লাল সাজে দেখে তাঁর গালে চুম্বন আঁকলেন দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়া।
![Mouni-Suraj Wedding Ceremony: সিঁদুরে রাঙা মৌনীকে চুম্বন সূর্যের, শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি Mouni Roy Shares new photos of her Marriage on social media Mouni-Suraj Wedding Ceremony: সিঁদুরে রাঙা মৌনীকে চুম্বন সূর্যের, শুভেচ্ছায় ভাসলেন নবদম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/28/a59407a80bd6cd6868db67769d7c9ffc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিশেষ দিনের জন্য সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহঙ্গা বেছেছিলেন মৌনী রায় (Mouni Roy)। মাথার ওড়নার পাড়ে লেখা ছিল, 'সদা সৌভাগ্যবতী ভব:। ঠিক এমন ওড়না মাথায় দিয়েই তো বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন। তবে সাজে বিস্তর ফারাক রইল মৌনী ও দিপীকার। আর প্রেমিকাকে লাল সাজে দেখে তাঁর গালে চুম্বন আঁকলেন দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়া। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় উপচে পড়ল সোশ্যাল মিডিয়া।
আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে ধরা পরে বাঙালি বিয়ের সাজে প্রাণবন্ত মৌনীর ঝলক। সেখানে ধরা পড়ল বিয়ের বিভিন্ন ঝলক। সেখানে দেখা গেল বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজ হাসিমুখে পালন করছেন সূর্য-মৌনী। মৌনীর গালে চুম্বন করতেও দেখা গেল সূর্যকে।
কালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।
আরও পড়ুন: পুরনো বাড়ির দেওয়াল ভেঙে 'শ্বেত কালী' পাবেন সৌরভ, সমদর্শী, সাহেবরা!
সোশ্যাল মিডিয়ায় বিয়ের সকালের বেশ কিছু অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সাদা শাড়ি লাল পাড় আর ভারি গয়নায় সেজেছিলেন মৌনী। যেখানে বলিউডে ডিজাইনার সব্যসাচীর পোশাক পরার চল রয়েছে, সেখানে সবার উল্টো পথে হেঁটে মৌনী বিয়ের সকালের জন্য সাবেক শাড়ি বেছে নিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মৌনী লেখেন, 'অবশেষে আমি তাকে পেলাম। হাতে হাত, পরিবার আর বন্ধুরা সবাই আমাদের আশীর্বাদ করলেন। আমরা আবার বিবাহিত হলাম। তোমাদের সবার ভালোবাসা চাই। সূর্য ও মৌনী।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)