Mouni Roy: নাচের অনুষ্ঠানের বিচারক হিসেবে ছোটপর্দায় ফিরছেন বঙ্গ তনয়া মৌনী রায়
Mouni Roy Update: মৌনী রায় ছোট পর্দায় 'কিঁউকি সাস ভি কভি বহু থি' ও 'দেবো কে দে... মহাদেব' ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেন। 'নাগিন' ধারাবাহিক দিয়ে তিনি খ্যাতি লাভ করেন।
মুম্বই: 'গোল্ড' (Gold), 'মেড ইন চায়না' (Made In China), 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ইত্যাদি ছবিতে অভিনয়ের পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সেই জায়গা, যেখানে তিনি নিজের অভিনয়ের সফর শুরু করেছিলেন।
মৌনী রায়কে দেখা যাবে এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায়। 'ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স সিজন ৫'-এর (Dance India Dance Lil Masters) বিচারক হিসেবে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। এই সম্পর্কে অভিনেত্রী বলেন, 'আমার কাছে, নাচ এক ধরণের অভিব্যক্তি। বিভিন্ন ধরনের শৈল্পিক সত্ত্বার মিশ্রণ এটি। ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্সের বিচারক হতে পেরে আমি প্রচণ্ড উচ্ছ্বসিত। এত বড় মঞ্চে খুদেদের ট্যালেন্ট দেখার জন্য উদগ্রীব আমি।'
মৌনী রায় ছোট পর্দায় 'কিঁউকি সাস ভি কভি বহু থি' ও 'দেবো কে দে... মহাদেব' ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেন। 'নাগিন' ধারাবাহিক দিয়ে তিনি খ্যাতি লাভ করেন।
অন্যদিকে ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গকন্যা মৌনী রায় (Mouni Roy)। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। গোয়ার সমুদ্রসৈকতে স্বপ্নের বিয়ের আসর সাজাচ্ছেন কোচবিহারের বঙ্গ তনয়া।
শোনা যাচ্ছে, চলতি মাসের ২৭ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মৌনী। প্রথমে জানা গিয়েছিল বিয়ে করতে বিদেশে উড়ে যাবেন তিনি। দুবাই বা ইতালিতে বসবে তাঁর বিয়ের আসর। কিন্তু পরবর্তীকালে পরিবার সূত্রে জানা যায়, বিদেশে নয়, দেশের মাটিতেই সাতপাক ঘুরবেন মৌনী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, গোয়ায় একটি পাঁচতারা হোটেল বুক করা হয়েছে অতিথি অভ্যাগতের জন্য। তবে পরিবারের তরফ থেকে, এমনকি অতিথিদের তরফ থেকেও মুখে কুলুপ আঁটা হয়েছে। শোনা যাচ্ছে, মুম্বই ও গোয়া যাতায়াত করে বিয়ের প্রস্তুতি সারছেন মৌনী। আপাতত দেশেই রয়েছেন মৌনীর হবু বর সূর্যও। বিয়েতে একটি নাচের অনুষ্ঠানেরও আয়োজন রাখা হবে। গত ডিসেম্বরেই অভিনেত্রীর ছবি এবং ভিডিও দেখে নেটিজেনদের সন্দেহ করা হয়েছিল, গোয়ায় ‘ব্যাচেলরেট পার্টি’-তে আনন্দে মজেছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, সেই গোয়ার সমুদ্রসৈকতেই বিয়েও সারবেন 'নাগিন'-এর তারকা।