Malaika Arora: আরবাজের প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেললেন মালাইকা!
Moving In With Malaika: এক জায়গায় ফারহা খানের সঙ্গে কথা বলাকালীন আরবাজ খানের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ প্রসঙ্গ আসে। আর তারপরই কেঁদে ফেলেন মালাইকা অরোরা।
মুম্বই: মালাইকা অরোরা (Malaika Arora)। বলিউডের নায়িকাদের মধ্যে বর্ণময় চরিত্র। তাঁর ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, সমস্ত কিছু নিয়েই কম চর্চা হয় না। শীঘ্রই তাঁকে দেখা যাবে একেবারে ভিন্নভাবে। মালাইকা অরোরার রিয়েলিটি শো 'মুভিং ইন উইথ মালাইকা'র (Moving In With Malaika) টিজার প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানেই দেখা যাচ্ছে, এক জায়গায় ফারহা খানের (Farah Khan) সঙ্গে কথা বলাকালীন আরবাজ খানের (Arbaaz Khan) সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ প্রসঙ্গ আসে। আর তারপরই কেঁদে ফেলেন তিনি।
জীবনের সিদ্ধান্ত প্রসঙ্গে মালাইকা অরোরা-
সম্প্রতি 'মুভিং ইন উইথ মালাইকা'র একটি টিজার পোস্ট করা হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মালাইকা অরোরার সঙ্গে কথা বলছেন বলিউডের অন্য়ান্য তারকারা। ভিডিওতে করিনা কপূর খানকে বলতে শোনা যাচ্ছে, 'আমার মনে হয় ও (মালাইকা অরোরা) যথেষ্ট হট, সুন্দরী এবং শক্তিশালী।' অন্য একটি দৃশ্যে দেখা যাচ্ছে উপস্থিত বহু মানুষকে মালাইকা বলছেন, 'আমি জীবনে এগিয়ে গিয়েছি। আমার প্রাক্তন জীবনে এগিয়ে গিয়েছে। তাহলে তোমরা কেন এগোতে পারছ না!' ফারাহ খানের সঙ্গে কথপোকথনে দেখা যায় মালাইকা অরোরাকে। চোখে জল নিয়ে অভিনেত্রী বলতে থাকেন, 'আমি আমার জীবনে যা সিদ্ধান্ত নিয়েছি, সবকিছুই কাজে দিয়েছে। আমি এতে খুব খুশি।' কথা বলতে বলতেই কেঁদে ফেলেন অভিনেত্রী। তাঁকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দেন ফারহা।
">
আরও পড়ুন - Kajol: কোনওদিন পরিচালনায় আসবেন না! কাজলের এই কথায় এ কী বললেন কপিল শর্মা!
">
">