Mrityur Rong Dhushor Update: শ্যুটিং শেষ হল 'মৃত্যুর রং ধূসর' ছবির, শীঘ্রই আসছে পর্দায়
Mrityur Rong Dhushor Update: গত ৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে নতুন ছবির নাম। হয়ে যায় মহরৎও। 'শ্যাডো অফ দ্য ডেভিল' সিরিজের দশটি পর্ব থাকবে। এটি তার প্রথম অংশ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী।
কলকাতা: শেষ হল 'প্রাগ ফিল্মস অ্যান্ড সিনেমিডিয়া'র (Prague Films & Cinemedia) নতুন ছবি 'মৃত্যুর রং ধূসর'-র (Mrityur Rong Dhushor) শ্যুটিং। 'হরিপদ হরিবল' ছবির সাফল্যের পর আসছে নতুন এই ছবি। পরিচালনার দায়িত্বে বিক্রম আদিত্য অর্জুন।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি 'মৃত্যুর রং ধূসর'। ছবিতে দেখা যাবে, শহরে বেশ কিছু যুবক-যুবতী পরপর খুন হয়ে যাচ্ছে। খুনিকে ধরতে নাকাল অবস্থা লোকাল থানা। তাই ঘটনার তদন্ত করতে লালবাজার থেকে বিশেষ টিম নিয়োগ করা হয়। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, কেউই খুনের কোনও কুলকিনারা করে উঠতে পারেন না। গল্প যত এগোয়, রহস্যের পর্দা তত খুলতে থাকে। পরে জানা যায় এই সমস্ত খুনই করেছেন একজন সাইকো কিলার। কিন্তু সেই খুনি কি শেষ পর্যন্ত ধরা পড়বে? কেনই বা সে একের পর এক খুন করে চলেছে? তাও কি জানা যাবে? খুনের উদ্দেশ্যই বা কী, সেই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য।
গত ৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে নতুন ছবির নাম। হয়ে যায় মহরৎও। 'শ্যাডো অফ দ্য ডেভিল' সিরিজের দশটি পর্ব থাকবে। এটি তার প্রথম অংশ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), কিঞ্জল নন্দ, সৌমিতা, ঐন্দ্রিলা বসু, রণজয় বিষ্ণু। অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জয় সেনগুপ্তকেও (Joy Sengupta)। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎ লাহিড়িকেও (Indrajit Lahiri)। ছবিতে মোট তিনটি গান থাকছে। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন লয় দীপ। ইতিমধ্যেই শেষ হয়েছে দুইটি গানের রেকর্ডিং। গান দু'টি গেয়েছেন রূপম ইসলাম ও দেব অরিজিৎ। এই বছর বড় পর্দায় মুক্তি পাবে সিনেম্যাটিক সিরিজের এই প্রথম ছবি। শেষ হয়েছে শ্যুটিং। এবার বাকি পোস্ট প্রোডাকশনের কাজ।
এই নতুন থ্রিলার সিনেমার সিরিজ দর্শক কতটা উপভোগ করেন এখন সেটাই দেখার।
আরও পড়ুন: The Eken Update: বড়পর্দায় এবার একেনবাবু, হয়ে গেল শুভ মহরৎ