![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Sargam Koushal: ২১ বছর পরে ভারতকে খেতাব ফিরিয়ে দিলেন জম্মুর কন্যা, কে এই সরগম?
Mrs. World 2022: সরগম মডেলিংও করেন। অন্যদিকে গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন তিনি। বেশ জনপ্রিয় তাঁর কলম। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়েছেন সরগম
![Sargam Koushal: ২১ বছর পরে ভারতকে খেতাব ফিরিয়ে দিলেন জম্মুর কন্যা, কে এই সরগম? Mrs World 2022: Who is Sargam Koushal, the 32-year-old from Jammu crowned Mrs World 2022 Sargam Koushal: ২১ বছর পরে ভারতকে খেতাব ফিরিয়ে দিলেন জম্মুর কন্যা, কে এই সরগম?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/19/e8c70904453feea46a8d96f3859e3e08167145714680749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মিসেস ওয়ার্ল্ডের মুকুট ফের একবার ভারতীয়ের মাথায়। ২১ বছর পর লস অ্যাঞ্জেসে আয়োজিত মিসেস ওয়ার্ল্ডের (Mrs. World) মুকুট উঠল জম্মুর বিবাহিতা এই মহিলার মাথায়। দুই দশক পার করে সরগম কৌশল (Sargam Kaushal) হলেন মিসেস ওয়ার্ল্ড। ৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা।
সরগম মডেলিংও করেন। অন্যদিকে গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন তিনি। বেশ জনপ্রিয় তাঁর কলম। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়েছেন সরগম। এর আগে ভাইজ্যাকে শিক্ষকতা করতেন সরগম। তাঁর স্বামী নেভিতে কর্মরত। ৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে মিসেস ওয়ার্ল্ড-এর (Mrs. World) খেতাব ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়।
বাড়ির সবার থেকে নিজের পেশাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন পেয়েছেন সরগম। তাঁর বাবা, মা থেকে শুরু করে স্বামী, সবাই তাঁকে সমর্থন করেন এই পেশা চালিয়ে নিয়ে যেতে। খেতাব পেয়ে সরগম জানিয়েছেন, তিনি এই পেশার মর্যাদা রাখতে পারবেন কি না জানেন না, তবে চিরকাল তিনি চেষ্টা করে যাবেন তাঁর কাজের মাধ্যমে ভারতকে গর্বিত করার।
Sargam Koushal wins Mrs World 2022, brings crown back home after 21 years
— ANI Digital (@ani_digital) December 18, 2022
Read @ANI Story | https://t.co/CfQrxiNQEe#SargamKoushal #mrsworld2022 pic.twitter.com/UOn4c058ZG
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)