Rakhi Sawant: ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন রাখি সবন্তের মা, সাহায্যে এগিয়ে এলেন মুকেশ আম্বানি
Mukesh Ambani Helps Rakhi Sawant: 'বিগ বস মরাঠি' থেকে বেরিয়েই তিনি মায়ের অসুস্থতার ব্যাপারে জানতে পারেন। তিনি অনুষ্ঠান থেকে ৯ লক্ষ টাকার ব্রিফকেস সমেত বেরোন এবং নিজেই অনুষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নেন।
![Rakhi Sawant: ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন রাখি সবন্তের মা, সাহায্যে এগিয়ে এলেন মুকেশ আম্বানি Mukesh Ambani Ji Helping With Mom's Treatment: Rakhi Sawant Says As Her Mother Battles Cancer Rakhi Sawant: ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন রাখি সবন্তের মা, সাহায্যে এগিয়ে এলেন মুকেশ আম্বানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/18/c3c12560b9194bd1bca61b66f3a0e56f1674037699744229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাখি সবন্তের (Rakhi Sawant) মা, জয়া মারণ রোগ ক্যান্সারের (cancer) সঙ্গে যুদ্ধ করছেন বলে খবর সূত্রের। দিন কয়েক আগেই অভিনেত্রী ঘোষণা করেছিলেন তাঁর মায়ের ব্রেন টিউমর (brain tumour) ধরা পড়েছে এবং এবার তিনিই জানালেন যে মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর মায়ের চিকিৎসায় আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছেন।
রাখির মায়ের চিকিৎসায় মুকেশ আম্বানির সাহায্য
সম্প্রতি একটি ভিডিও এসেছে প্রকাশ্যে যেখানে রাখি সবন্ত পাপারাৎজিদের জানাচ্ছেন কিছু ব্যক্তি তাঁর মায়ের চিকিৎসায় সাহায্যের জন্য এগিয়ে আসছেন। তাঁদের নাম নিয়ে উল্লেখ করেন রাখি। সেখানেই তিনি আম্বানির নামও নেন। রাখি সবন্ত আম্বানিদের আন্তরিক ধন্যবাদ জানান তাঁর সাহায্যার্থে এগিয়ে আসার জন্য।
রাখি সবন্ত মিডিয়ার উদ্দেশে বলেন, 'শ্রী আম্বানি জিকে ধন্যবাদ জানাতে চাই। আম্বানি জি সাহায্য করছেন।' তিনি আরও বলেন যে 'টাটা মেমোরিয়াল হাসপাতাল'-এর থেকে 'ক্রিটিকেয়ার হাসপাতাল'-এ যেহেতু খানিক কম খরচ হয় তাই তাঁর মাকে সেখানেই স্থানান্তরিত করা হয়েছে। তিনি এও জানান যে লোকজনকে চিনতে পারছেন না তাঁর মা।
View this post on Instagram
প্রসঙ্গত, 'বিগ বস মরাঠি' থেকে বেরিয়েই তিনি মায়ের অসুস্থতার ব্যাপারে জানতে পারেন। তিনি অনুষ্ঠান থেকে ৯ লক্ষ টাকার ব্রিফকেস সমেত বেরোন এবং নিজেই অনুষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: Actor Sonu Sood: ফের ত্রাতা সোনু সুদ, এবার প্রাণ বাঁচালেন সহযাত্রীর
অন্যদিকে, রাখি সবন্ত গত সপ্তাহেই আদিল দুরানির সঙ্গে তাঁর বিয়ের কথা ঘোষণা করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে যে আদিল নাকি রাখিকে বিয়ে করার কথা অস্বীকার করেছেন। তবে শেষ পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলেন আদিল এবং জানান যে তাঁদের বিয়ে হয়েছে। রাখি সবন্ত ফাতিমা দুরানি হিসেবে তাঁর নতুন পরিচিতিও স্বীকার করে নিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)