Mulayam Singh Yadav: মুলায়ম সিংহ যাদব জীবন এবার বড়পর্দায়, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রণজয়
Mulayam Singh Yadav Biopic: শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলেও, রাম মনোহর লোহিয়ার আদর্শে আদর্শিত হয়ে ওঠেন তিনি।সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য রাম মনোহর লোহিয়ার লড়াই অনুপ্রাণিত করত মুলয়ামকে
কলকাতা: এই গল্প সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার। এক দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে এসে কীভাবে একজন নিজের শখ, নিজের ভাললাগাকে খুঁজে নিয়েছেন, সেই গল্পই তুলে ধরবে শুভেন্দু রাজ ঘোষ (Suvendu Raj Ghosh)। হিন্দি ভাষায় নির্মিত এই বায়োপিকটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই। মুখ্যভূমিকায় রয়েছেন অমিক শেট্টি (Amyth Sethi)। তাঁকে অভিনয় করতে দেখা যাবে গল্পের নামভূমিকায়। মুলায়ম সিংহ যাদব (Mulayam Singh Yadav)-এর ভূমিকায়। ছবির নাম, 'ম্যায় মুলায়ম'
ছোটবেলা গ্রামে কেটেছে মুলায়মের। তাঁর বাবা চেয়েছিলেন কুস্তিগীর হতে। সেই পথ অনুসরণ করে, ছোট মুলায়মেরও শখ ছিল নিজের কেরিয়ার তৈরি করা কুস্তিতেই। কিন্তু বাবা-মা চেয়েছিলেন, পড়াশোনা করে বড় হোক মুলায়ম। শিক্ষকতা করুক। বাবা মায়ের কথা শুনেই পড়াশোনা চালিয়ে যান তিনি, পরবর্তীতে যোগ দেন চাকরিতেও। কিন্তু পাশাপাশি চলতে থাকে তাঁর কুস্তির চর্চাও।
সময় পেরোতে থাকে, বিয়ে যায় মুলায়মের। কিন্তু সমাজের কিছু বিষয় সবসময়ে বিদ্ধ করত তাঁকে। নারীশিক্ষা নিয়ে কাজ করতে চাইতেন মুলায়ম। শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকলেও, রাম মনোহর লোহিয়ার আদর্শে আদর্শিত হয়ে ওঠেন তিনি। সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য রাম মনোহর লোহিয়ার লড়াই অনুপ্রাণিত করত মুলয়ামকে । এরপর ধীরে ধীরে মুলায়ম চৌধুরি চরণ সিংয়ের সস্পর্শেও আসে। ধীরে ধীরে রাজনীতিকেই নিজের পথ হিসেবে বেছে নেয় সে, শুরু হয় নতুন একটা অধ্যায়।
এই ছবির প্রযোজক মিনা শেট্টি বলছেন, 'কীভাবে একজন গ্রামের ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, সেই গল্প আমায় ভীষণ উদ্ধুদ্ধ করেছিল। মুলায়ম ভেবেছিলেন তিনি কেরিয়ার তৈরি করবেন কুস্তি নিয়ে, কিন্তু যেভাবে তাঁর পথ ঘুরে যায়, তা আমার বেশ শিক্ষণীয় বলে মনে হয়েছে। আশা করি মানুষের এই ছবিটা দেখে ভাল লাগবে।'
এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, গোবিন্দ নামদেও, মুকেশ তিওয়ারি, প্রকাশ বেলাওয়াদি, সুপ্রিয় কর্ণিক, জ়ারিনা ওয়াহাব, অনুপম শ্যাম ও রণজয় বিষ্ণু। বাঙালি অভিনেতাদের মধ্যে একমাত্র রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এই ছবিতে কাজ করেছেন। তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে পারে এই 'ম্যায় মুলায়ম'।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: 'ভালবাসতে ভালবাসি', কাঞ্চনের উদ্দেশে প্রেমের বার্তা শ্রীময়ীর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।