এক্সপ্লোর
Advertisement
হীরে শিল্পী খুন, মুম্বই পুলিশ আটক করল সাথ নিভানা সাথিয়া-র গোপী বহু দেবলীনা ভট্টাচার্যকে
মুম্বই: মুম্বইয়ের হীরে শিল্পী রাজেশ্বর উড়ানির রহস্যমৃত্যুতে নামি মডেল ও টিভি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করল পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করা হচ্ছে তাঁকে।
একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে সচিন পাওয়ার নামে এক রাজনীতিককে। আগে তিনি বিজেপি করতেন, মৃতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে।
রায়গড় জেলার জঙ্গল থেকে নিখোঁজ ওই হিরে শিল্পীর দেহ উদ্ধার হয়। তার তিনদিন পর ঘাটকোপার থানায় ‘গোপী বহু’ দেবলীনাকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয়েছে। তবে এই মামলায় দেবলীনার ভূমিকা নিয়ে পুলিশ কোনওভাবেই মুখ খুলতে রাজি নয়। তবে তারা ইঙ্গিত দিয়েছে, বিনোদন ক্ষেত্রে জড়িত আরও কয়েকজন মহিলাকে জেরা করা হতে পারে।
২৮ নভেম্বর নিজের অফিস থেকে ৫৭ বছরের উড়ানি নিখোঁজ হয়ে যান। তাঁর মোবাইল উদ্ধার হয় নভি মুম্বইয়ের রাবালে থেকে। সপ্তাহখানেক ধরে তাঁর খোঁজ না মেলায় ৪ তারিখ অপহরণের মামলা দায়ের করে পুলিশ। তাঁর গাড়ির চালক পুলিশে জানান, উড়ানি তাঁকে বলেছিলেন পন্থ নগর বাজারের কাছে তাঁকে নামিয়ে দিতে, অন্য একটি গাড়ি এসে তাঁকে নিয়ে যায়। এরপর ৫ তারিখ পানভেলের জঙ্গল থেকে উদ্ধার হয় উড়ানির বিকৃত দেহ।
তাঁর মোবাইল রেকর্ড পরীক্ষা করে দেখা যায়, উড়ানি কয়েকটি বারে নিয়মিত যেতেন, গ্ল্যামার ও বিনোদন জগের কিছু মহিলার সঙ্গে তাঁর আলাপ ছিল। এই যোগাযোগের মাধ্যম ছিলেন মহারাষ্ট্রের জনৈক মন্ত্রী প্রকাশ মেহতার প্রাক্তন কর্মী সচিন পাওয়ার। মেহতা জানিয়েছেন, ২০০৪-২০০৯ পর্যন্ত সচিন তাঁর সঙ্গে ছিলেন কিন্তু বিএমসি ভোটে নির্দল হয়ে দাঁড়ানোর পর বিজেপি সচিনকে বহিষ্কার করে দল থেকে।
মডেল-নৃত্যশিল্পী দেবলীনা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ। ২৮ বছরের এই পুরস্কারজয়ী অভিনেত্রী নানা রিয়্যালিটি শো করা ছাড়াও সাথ নিভানা সাথিয়া-র গোপী বহুর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement