Mumbai Rave Party: মাদক-যোগে আটক বলিউডের নামী অভিনেতার ছেলে
তারকা-পুত্রের লেন্স বক্সের মধ্যে মাদক মেলে। প্রমোদ তরীর রেভ পার্টি থেকে দিল্লির দুই ব্যবসায়ীর মেয়েকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক আইনে রুজু হয়েছে মামলা।
![Mumbai Rave Party: মাদক-যোগে আটক বলিউডের নামী অভিনেতার ছেলে Mumbai Rave Party On Cruise Ship Busted By NCB, Bollywood Megastar Son Among 10 Detained Mumbai Rave Party: মাদক-যোগে আটক বলিউডের নামী অভিনেতার ছেলে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/03/75c2f6430b6bb90b14bdde810a3084b0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মাদক-যোগে আটক বলিউডের নামী অভিনেতার ছেলে। গতকাল মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামে ওই প্রমোদ তরীতে চলছিল রেভ পার্টি। সেখানে হানা দেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। বলিউডের নামী অভিনেতার ছেলে-সহ ৮ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে কোকেন, চরস, এমডিএম-এর মতো মাদক। এনসিবি সূত্রে খবর, অভিনেতা-পুত্র দাবি করেন, তাঁকে অতিথি হিসেবে ক্রুজ পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর নাম করেই ডাকা হয় অন্যদের। এনসিবি-র দাবি, শার্ট ও প্যান্টের সেলাই ও মহিলাদের পার্সের হ্যান্ডলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। তারকা-পুত্রের লেন্স বক্সের মধ্যে মাদক মেলে। প্রমোদ তরীর রেভ পার্টি থেকে দিল্লির দুই ব্যবসায়ীর মেয়েকেও আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক আইনে রুজু হয়েছে মামলা।
আরও পড়ুন - Mumbai: ক্রুজ পার্টিতে NCB-এর হানা, আটক দশে বলিউডের তারকা পুত্র?
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা ওই জাহাজে যান প্যাসেঞ্জারের বেশে। তারপরই তাঁরা তল্লাশি চালান সেখানে। পার্টিটি বেশ বিলাসবহুল বলেই জানা যাচ্ছে কারণ, এই ধরনের জলসায় এক একজনের প্রবেশমূল্য হচ্ছে প্রায় ৮০ হাজার টাকা।
আরও পড়ুন - সামান্থা-নাগার বিচ্ছেদের খবরে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কিংবদন্তি নাগার্জুন?
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদক যোগ নিয়ে আরও তৎপর হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আটক করা হয় বলিউড অভিনেতা এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খানকে। তাঁর থেকেই সন্ধান মেলে অভিনেতা গৌরব দীক্ষিতের। জিজ্ঞাসাবাদে এজাজ খান জানিয়েছিলেন যে, তিনি গৌরব দীক্ষিতের কাছ থেকেই মাদক কিনতেন। শুধু তাই নয়, বলিউডের অনেককেই মাদক সরবরাহ করেন গৌরব। তারপরই অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন এনসিবি কর্তারা। তাঁকে গ্রেফতারও করা হয়। পাশাপাশি বাড়ি থেকে নিষিদ্ধ মাদক পাওয়া যাওয়ায় গ্রেফতার হন আর এক অভিনেতা এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী আরমান কোহলিও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)