এক্সপ্লোর
Advertisement
‘দাবাং ৩’ সিনেমার ‘মুন্না বদনাম হুয়া’ গানের টিজারে আইটেম বয় সলমন তথা চুলবুল পান্ডে
ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে সলমন খান ও সোনাক্ষী সিনহার আগামী সিনেমা ‘দাবাং ৩’ সিনেমা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। ‘দাবাং’ সিকোয়েলের তৃতীয় সিনেমার ‘মুন্না বদনাম হুয়া’ গানের ভিডিও টিজার সামনে এল। আর ‘মুন্না বদনাম হুয়া’ গানের জন্য সলমন তথা চুলবুল পান্ডে হলেন আইটেম বয়।
নয়াদিল্লি: ট্রেলার রিলিজ হওয়ার পর থেকে সলমন খান ও সোনাক্ষী সিনহার আগামী সিনেমা ‘দাবাং ৩’ সিনেমা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। ‘দাবাং’ সিকোয়েলের তৃতীয় সিনেমার ‘মুন্না বদনাম হুয়া’ গানের ভিডিও-র টিজার সামনে এল। আর ‘মুন্না বদনাম হুয়া’ গানের জন্য সলমন তথা চুলবুল পান্ডে হলেন আইটেম বয়।
পুরো গানটি রিলিজ হবে আগামী শনিবার। যদি এর টিজারই ইতিমধ্যে অনুরাগী মহলে সাড়া ফেলে দিয়েছে।
‘দাবাং’-এ মালাইকা অরোর ‘মুন্নি বদনাম হুয়ি’ শোরগোল ফেলে দিয়েছিল। এবার সবার নজর ‘মুন্না বদনাম হুয়া’-র দিকে। এই গানের দৃশ্য বেশ নজর কেড়েছে। এখানে সলমন ও প্রভু দেবার ডান্সের যুগলবন্দী দেখা যাবে। এই গানের কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। তিনি কজরা রে গানে ঐশ্বর্য রাইয়ের নৃত্যের কোরিওগ্রাফার ছিলেন।
প্রভু দেবা পরিচালিত এই সিনেমা আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখথেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাইয়ি মঞ্জরেকর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement