Bhavatharini: ক্যান্সারের সঙ্গে থামল লড়াই! প্রয়াত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী
Ilayaraja Daughter: খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে তিনি। তামিল ছবি 'ভারতী'র 'মায়িল পোলা পোন্নু ওন্নু' গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভবতারিণী।
নয়াদিল্লি: প্রয়াত তারকা সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার (Music Director Ilayaraja) মেয়ে ভবতারিণী (Bhavatharini Passed Away)। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান (Liver Cancer)। ২৫ জানুয়ারি, অর্থাৎ আজ সুরসফর থামল গায়িকার। শ্রীলঙ্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কন্যা-হারা সঙ্গীতশিল্পী ইলাইয়ারাজা
বিনোদন জগতে শোকের ছায়া। তারকা সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে ভবতারিণী হারলেন জীবনযুদ্ধে। লিভার ক্যান্সারে ভুগছিলেন গায়িকা। সূত্রের খবর, চিকিৎসার করাতে শ্রীলঙ্কা গিয়েছিলেন তিনি। কিন্তু ডাক্তারদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও হল না শেষ রক্ষা। আজ বিকেল ৫টা নাগাদ শ্রীলঙ্কাতেই পরলোকে গমন করেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ২৬ জানুয়ারি, তাঁর মরদেহ চেন্নাইয়ে নিয়ে আসা হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলেও খবর। পরিবারে তাঁর স্বামী রয়েছেন। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল মাত্র ৪৭।
খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার মেয়ে তিনি, এবং কার্তিক রাজা ও ইউভান শঙ্কর রাজার বোন। তামিল ছবি 'ভারতী'র 'মায়িল পোলা পোন্নু ওন্নু' গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভবতারিণী।
ইলাইয়ারাজার মেয়ে, ভবতারিণী, একজন নেপথ্য গায়িকা ছিলেন, সেই সঙ্গে সঙ্গীত পরিচালনার কাজও করেছেন। গত ৬ মাস ধরে, তাঁর লিভার ক্যান্সারের চিকিৎসা চলছিল। সম্প্রতি তাঁকে উন্নতমানের চিকিৎসার জন্য শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বলিউডেও কাজ করেছেন ভবতারিণী। হিন্দি ছবি 'মিত্র: মাই ফ্রেন্ড', 'ফির মিলেঙ্গে'র সঙ্গীত পরিচালনা করেছেন। তাঁর দুই ভাইও সঙ্গীত পরিচালক।
আরও পড়ুন: Arbaaz Khan: নতুন জীবনে প্রবেশ করেই পেলেন সিনেমার অফার! 'সেকশন ১০৮'-এ নওয়াজের সঙ্গে যোগ আরবাজের
গায়িকা হিসেবে ভবতারিণী ডেবিউ করেন 'রাসাইয়া'র হাত ধরে। সেই থেকে নিজের বাবা ও দাদাদের জন্য একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া তিনি সঙ্গীত পরিচালক দেবা ও সিরপির জন্যও গান গেয়েছেন তিনি। ২০০২ সালে তিনি রেবতি পরিচালিত 'মিত্র: মাই ফ্রেন্ড' ছবির সঙ্গীত পরিচালনা করেন। তাঁর শেষ অ্যালবাম ছিল মালয়লি ছবি 'মায়ানাধি'র জন্য। তিনি তামিল ভাষায় অজস্র গান গেয়েছেন, তার মধ্যে 'কাধালুক্কু মারিয়াধাই', 'ভারতী', 'আজহাগি', 'ফ্রেন্ডস', 'পা', 'মনকথা', 'অনেগন' অন্যতম জনপ্রিয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।