Bollywood Update: বাগদান সারলেন এ. আর. রহমানের মেয়ে খাতিজা, পোস্ট করলেন ছবি
Bollywood Update: যদিও রহমান তাঁর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন, তবে এদিন নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেন। তাঁর বড় মেয়ে খাতিজা রহমানের বাগদান সম্পন্ন হল।
নয়াদিল্লি: সঙ্গীতজ্ঞ এ.আর. রহমান (Music maestro A.R. Rahman) দেশের অন্যতম শ্রদ্ধেয় শিল্পী এবং তাঁর কাজ দিয়ে তিনি এখনও শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করে চলেছেন। তিনি শুধু ভারতেই জনপ্রিয় নন বরং শ্রেষ্ঠ অরিজিন্যাল স্কোরের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার (Golden Globe Award), শ্রেষ্ঠ চলচ্চিত্র সঙ্গীতের জন্য বাফটা পুরস্কার (BAFTA Award), একাডেমি পুরস্কার (Academy Award) এবং অন্যান্য সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারের প্রাপক।
যদিও রহমান তাঁর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন, তবে এদিন নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেন। তাঁর বড় মেয়ে খাতিজা রহমানের (Khatija Rahman) বাগদান সম্পন্ন হল। সঙ্গীতশিল্পী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবরটি শেয়ার করেছেন।
এদিন নিজের প্রোফাইলেও এই সুখবরটি শেয়ার করেছেন খাতিজা রহমান নিজেই। রিয়াসদিন শেখ মহম্মদের (Riyasdeen Shaik Mohamed) সঙ্গে বাগদান সারলেন তিনি। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'সর্বশক্তিমানের আশীর্বাদে আমি রিয়াসদিন শেখ মহম্মদ, পেশায় উদ্যোক্তা ও অডিও ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার বাগদান ঘোষণা করতে পেরে আনন্দিত। বাগদান হয়েছে ২৯ ডিসেম্বর, আমার জন্মদিনে ঘনিষ্ঠ পরিবার এবং প্রিয়জনদের উপস্থিতিতে।'
View this post on Instagram
রিয়াসদিন শেখ মহম্মদ একজন উদ্যোক্তা এবং পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার। অন্যদিকে খাতিজা একজন গায়িকা যিনি 'ফ্যারিস্তোঁ' বা 'পুধিয়া মানিধা' গানে গলা দিয়েছেন। এছাড়া একাধিক তামিল গানও গেয়েছেন খাতিজা।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখ খানের দেশের মানুষ হওয়ায় কী অভিজ্ঞতা হল অধ্যাপকের?
এ. আর. রহমানের স্ত্রীয়ের নাম সায়রা বানু এবং তাঁর দুই কন্যা, খাতিজা ও রহিমা এবং এক ছেলে, আমিন।