Salman Khan: 'মানুষকে বিনোদন দেওয়াই আমার সবচেয়ে বড় কাজ', ওটিটিতে 'টাইগার ৩' মুক্তির পরে বলছেন সলমন
Salman Khan: এই ছবি মুক্তির পরে সলমন বলেছিলেন, সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে। যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা
![Salman Khan: 'মানুষকে বিনোদন দেওয়াই আমার সবচেয়ে বড় কাজ', ওটিটিতে 'টাইগার ৩' মুক্তির পরে বলছেন সলমন ‘My biggest and only job is to entertain people Salman Khan on Tiger 3 registering a hit even on streaming on Amazon Salman Khan: 'মানুষকে বিনোদন দেওয়াই আমার সবচেয়ে বড় কাজ', ওটিটিতে 'টাইগার ৩' মুক্তির পরে বলছেন সলমন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/14/db64e366a2cb54f6b4f920c6f2bfb12e170523168099849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বক্সঅফিসে ভালোই ব্যবসা করেছে 'টাইগার ৩' (Tiger 3)। আর এই ছবির হাত ধরেই যেন কামব্যাক হয়েছে সলমন খানের (Salman Khan)। একের পর এক ফ্লপ ছবির কাঁটা পেরিয়ে, উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই ছবি। আর সিনেমাহলের পরে, এই ছবি এবার দাপিয়ে ব্যবসা করছে ওটিটিতেও। জানুয়ারি মাসের ৭ তারিখ, অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এই ছবি। আর ওটিটিতেও এই ছবির সাফল্য নিয়ে কী বলছেন খোদ সলমন?
অন্যান্য ছবিগুলি তেমন ব্যবসা না করলেও, টাইগার ফ্রাঞ্চাইজির প্রতিটি ছবিই ভাল ব্যবসা করেছে। আর সেই ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। এই ছবির সাফল্য নিয়ে সলমন বলছেন, 'চিরকালই এই ফ্রাঞ্চাইজি মানুষের কাছে ভালবাসা পেয়ে এসেছে। 'টাইগার ৩'-কেও যে মানুষ ভালবাসছেন, সেটা দেখে ভাল লাগছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখছি, মানুষ ছবিটা নিয়ে ভাল কথা বলছেন, প্রশংসা করছেন। একজন অভিনেতা হিসেবে আমি বিশ্বাস করি, আমার সবচেয়ে বড় কাজ হল মানুষকে বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া। তাই 'টাইগার ৩'-এর সাফল্য আমায় ছুঁয়ে গিয়েছে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৪৭২ কোটি কাটার ব্যবসা করেছেন এই ছবি।
সলমন ছাড়াও এই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ইমরান হাশমি (Imran Hasmi)। সলমন আরও বলছেন, 'টাইগার ৩ ছবিটি আমার মনের খুব কাছের। প্রথমে বড়পর্দা ও তারপরে ওটিটি.. টাইগার চিরকালই মানুষকে বিনোদন দেবে।' 'টাইগার ৩' ছবিটি YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। এর আগে তালিকায় রয়েছে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'। এই তালিকায় পঞ্চম ও 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সংযোজন 'টাইগার ৩'। এই ছবিতে পাঠান শাহরুখ খান ও 'ওয়ার' ছবির কবীর অর্থাৎ হৃত্বিক রোশনের ক্যামিও আছে।
এই ছবি মুক্তির পরে সলমন বলেছিলেন, সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা। সলমন আরও জানান, পরের বছরই তিনি চেষ্টা করবেন এই সিনেমাহলগুলি খুলে ফেলার। করোনার আগেই তাঁর পরিকল্পনা ছিল সিনেমা হল খোলার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা থমকে যায়। তবে এই কাজটি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সলমন জানিয়েছেন, ধীরে ধীরে হলেও এই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চান।
আরও পড়ুন: Ira-Nupur Reception: শাহরুখ-সলমন-ক্যাটরিনা-রণবীর, আমির কন্যার রিসেপশন পার্টিতে তারকার সমাহার
ng 472 crore gross worldwide.
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)