Kiara Advani Update: সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার আগে বোঝা উচিত আমরাও মানুষ: কিয়ারা
কিয়ারা আডবাণীর ওপর সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন তাঁর বাবা-মা। পড়েন কিয়ারাকে নিয়ে সমস্ত খবর, মন্তব্যও! বাবা-মায়ের শাসনের কথা ফাঁস করলেন অভিনেত্রী স্বয়ং।
মুম্বই: কিয়ারা আডবাণীর (Kiara Advani) ওপর সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন তাঁর বাবা-মা। পড়েন কিয়ারাকে নিয়ে সমস্ত খবর, মন্তব্যও! বাবা-মায়ের শাসনের কথা ফাঁস করলেন অভিনেত্রী স্বয়ং।
'শেরশাহ' ছবির পর থেকেই আলোচনার শীর্ষে কিয়ারা। ছবির মুক্তির পর তিনি যেমন ভূয়সী প্রশংসাও পেয়েছেন, তেমনই চর্চা হয়েছে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় গুঞ্জন। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই।
একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, তিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমস্ত খবর বা মন্তব্য পড়েন না। কারণ কিছু মন্তব্য মানসিকভাবে তাঁকে আঘাত করতে পারে এই ভেবেই এড়িয়ে যান তিনি। তবে কিয়ারা বলছেন, 'আমরা সবাই মানুষ। কিছু সময় আমাদের মনখারাপও হতে পারে। আমি তাই কিছু মন্তব্য এড়িয়ে যাই। কিন্তু আমার মনে হয়, আমার মা-বাবা এইগুলো পড়ছেন। আমার বাবা-মা কিন্তু সত্যি নিয়মিত আমার নামে প্রকাশ পাওয়া সমস্ত খবর, এমনকি সমস্ত মন্তব্যও পড়েন। রোজ সকালে আমার বাবা-মা হ্যাশট্যাগ কিয়ারা আডবাণী দিয়ে ইন্টারনেটে সার্চ করেন। আমায় নিয়ে কী কী লেখা হচ্ছে সেটা ওরা পড়তে ভীষণ আগ্রহী। আমি বার বার বারণ করি। কিন্তু ওরা শোনেন না।'
কিছুটা আবেগপ্রবণ হয়েই কিয়ারা লেখেন, 'মানুষের বোঝা উচিত আমরাও মানুষ, আমাদেরও আবেগ আছে, অনুভূতি আছে।'
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা আডবানিকে সিদ্ধার্থ মলহোত্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নায়িকা স্পষ্ট জানিয়ে দেন যে, সিদ্ধার্থ তাঁর সবথেকে ঘনিষ্ট বন্ধু। যদিও 'শের শাহ' অভিনেতার সঙ্গে সম্পর্কের কথা বলার সময় বেশ খানিকটা আমতা আমতা করতে এবং বেশ লজ্জা পেতেও দেখা যায় তাঁকে। এরইসঙ্গে বিয়ে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা করছেন, তাও স্পষ্ট করে জানিয়ে দেন। কিয়ারা আডবানি জানান যে, তিনি কখনওই অ্যারেঞ্জ ম্যারেজ করবেন না। বিয়ে করতে হলে লাভ ম্যারেজই করবেন। কিয়ারার যে কথা শুনে গুঞ্জনের পারদ ঊর্ধ্বমুখী।