Naga Chaitanya and Sobhita Dhulipala: বিয়ের আগেই নাগার পরিবারের অংশ হয়ে উঠেছেন শোভিতা, প্রমাণ হল এই কাজেই
Naga Chaitanya and Sobhita Dhulipala News: তাঁদের বিবাহ নিয়ে চর্চা রয়েছে গোটা টলিউড-বলিউড জুড়ে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ৪ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা
কলকাতা: গোয়ায় শুরু হয়েছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India (IFFI)) । আর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে বিশেষ একটি ছবির স্ক্রিনিংয়ের জন্য অনুষ্ঠানে হাজির রইলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা (Naga Chaitanya and Sobhita Dhulipala)। দেবাদাসু (Devadasu) ছবিটির বিশেষ স্ক্রিনিংয়ে নাগা চৈতন্যের গোটা পরিবারের সঙ্গে হাজির রইলেন শোভিতা। দেখেই মনে হয়, এখন থেকেই পরিবারের একটি অংশ হয়ে উঠেছেন তিনি।
আক্কিনেনি নাগেশ্বররের (Akkineni Nageswara) একটি চরিত্র রয়েছে এই ছবিতে। চৈতন্য পরিবারের সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছে সিনেমার ইতিহাস, সেটাই যেন উদযাপন করা হয়েছে এই ছবিটির মাধ্যমে। শুধু নাগা চৈতন্য ও শোভিতা নন, এদিন উপস্থিত ছিলেন গোটা আক্কিনেনি পরিবারও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা মজেছেন নাগা ও শোভিতার সমীকরণে। একটি হালকা ক্রিম রঙের সালোয়ার কামিজ পরেছিলেন শোভিতা। নাগা চৈতন্য পরেছিলেন একটি কালো ব্লেজার।
তাঁদের বিবাহ নিয়ে চর্চা রয়েছে গোটা টলিউড-বলিউড জুড়ে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ৪ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। শোনা যাচ্ছে, হায়দরাবাদেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে কুপুল এঁটেছেন নাগা ও শোভিতা। আর তাই, অন্নপূর্ণা স্টুডিও-র পাশাপাশি উঠে আসছে আরও চার পাঁচটা জায়গার নাম।
অন্যদিকে এই অন্নপূর্ণা স্টুডিওই আক্কাইনেনি পরিবারের সঙ্গে জড়িত। নাগা চৈতন্যের সূত্রের খবর, তিনি ঠাকুর্দার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান। এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি সেই কারণেই নাকি এখানেই বিয়ের আসর বসাবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। এখন অনুরাগীদের দিন গোনা চলছে কবে সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা।
在 Instagram 查看这篇帖子
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।