Nagma on Sourav: 'জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব', সৌরভের সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত নাগমার?
Nagma on Sourav Ganguly: এখনও বিনোদন বা ক্রীড়া দুনিয়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের কথা। কিন্তু কখনও সেই সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই
![Nagma on Sourav: 'জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব', সৌরভের সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত নাগমার? Nagma on Sourav: Actress Nagma spoke about her rumoured relationship with Saurav Ganguly, know in details Nagma on Sourav: 'জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব', সৌরভের সঙ্গে সম্পর্কের দিকে ইঙ্গিত নাগমার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/d8b51b88d2b7645a4d0dc5f21ee01be3168097348428449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এখনও বিনোদন বা ক্রীড়া দুনিয়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের কথা। কিন্তু কখনও সেই সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। তা সত্ত্বেও.. সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও অভিনেত্রী নাগমা (Nagma)-র সম্পর্ক নিয়ে এখনও শোনা যায় বিভিন্ন গুঞ্জন। শোনা যায়, সেইসময় বিবাহিত ছিলেন সৌরভ, আর তিনিই নাগমার সঙ্গে এই সম্পর্কে ইতি টেনেছিলেন।
২০০৯ সালে একটি সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন নাগমা। সরাসরি নাম না করে অভিনেত্রী বলেছিলেন সেই অধ্যায়কে তিনি ভুলতে পারবেন না কখনও। গোটা বিষয়টিকে 'অবাক করা' বলে আখ্যা দিয়েছিলেন নাগমা। তাঁর কথায়, 'হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষ হঠাৎ খুব বিশেষ হয়ে ওঠে। দুটি জগৎ থেকে আসা দুটি বিখ্যাত মানুষ যখন একে অপরকে ভাল করে চেনেন, পছন্দ করেন, তখন অনেকে অনেক কথা বলেন। পৃথিবী হয়তো দুজন বিখ্যাত মানুষের ঘনিষ্ঠতা পছন্দ করে না। সেটা যেন ধ্বংস ডেকে আনে। আর তাই, সব ছেড়ে দিতে বলা হয়।'
এখানেই থামেননি নাগমা, বলেন, 'আমি কখনোই 'ছেড়ে দাও' এ কথা বলতে চাইনি। যখন কোনও মানুষ আপনার জীবনটাকে অর্থবহ করে তোলে, তাঁকে ছেড়ে দেওয়ার কথা বলা যায় না। যদি একটা মানুষের সঙ্গে কিছু ভাল মুহূর্ত একসঙ্গে কাটিয়ে ফেলা যায়.. তাহলে সেই সম্পর্ক, সেই মানুষটাকে ভোলা যায় না কখনোই। বন্ধুরা সবসময় বন্ধুই থাকে। যদি কোনও সম্পর্ক সত্যি হয়, সেটা ছেড়ে চলে যায় না। সম্পর্কের জন্য মানুষ নিজের পরিবারের সঙ্গেও লড়াই করে। এক্ষেত্রে... অবশ্যই লড়াইয়ের কোনও জায়গা ছিল না।'
নিজের জীবনের এই অধ্যায় নিয়ে কখনও মুখ খোলেননি 'মহারাজ'। তবে ২০২০ সালে ট্যুইটারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন নাগমা। সেই একটা ট্যুইটই ফের চর্চায় নিয়ে এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাগমার সম্পর্ককে। এরপর ২০২১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার সময়ও সুস্থতা কামনা করেছিলেন নাগমা। তবে এই সম্পর্ক নিয়ে কখনও সরাসরি মুখ খোলেননি বিনোদন ও ক্রীড়াদুনিয়ার দুই তারকা।
আরও পড়ুন: IPL 2023: প্রথম দুই ম্যাচেই জয়, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন পাঞ্জাব মালকিন প্রীতি
Happy birthday @SGanguly99 .
— Nagma (@nagma_morarji) July 8, 2020
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)