Nawazuddin Upcoming Film: অদেখা লুকে নওয়াজউদ্দিন, 'হাড্ডি' ছবির মোশন পোস্টার প্রকাশ্যে
Nawazuddin Siddiqui: ডার্ক রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'র পরিচালক অক্ষত অজয় শর্মা। জি স্টুডিওজ ও অনিন্দিতা স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।
![Nawazuddin Upcoming Film: অদেখা লুকে নওয়াজউদ্দিন, 'হাড্ডি' ছবির মোশন পোস্টার প্রকাশ্যে Nawazuddin Siddiqui Looks Unrecognisable In The Motion Poster Of Revenge Drama Haddi Nawazuddin Upcoming Film: অদেখা লুকে নওয়াজউদ্দিন, 'হাড্ডি' ছবির মোশন পোস্টার প্রকাশ্যে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/2a5ab470154fc3fd38ca5abf5c19be2a1661255985761229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কথায় বলে প্রথম দর্শন (first look) চিরকালের জন্য মনে ছাপ ফেলে যায়। তেমনই চোখ ধাঁধানো প্রথম লুক সামনে এল 'হাড্ডি' (Haddi) ছবির। মুক্তি পেল নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) প্রথম লুক। অক্ষত অজয় শর্মা (Akshat Ajay Sharma) পরিচালিত এই ছবিতে নওয়াজউদ্দিনের লুক দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়।
চোখ ধাঁধানো নওয়াজউদ্দিন
সম্প্রতি 'হিরোপন্থি ২' ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। তবে এবার তাঁকে দেখা যাবে মুখ্য চরিত্রে। কিন্তু একেবারেই অন্য ধরনের লুকে ও চরিত্রে দেখা যাবে। 'হাড্ডি'র প্রথম মোশন পোস্টার এসেছে প্রকাশ্যে। অদেখা এক লুকে দেখা গেল নওয়াজকে।
প্রথম লুকে নারী রূপে দেখা মিলল নওয়াজের। এক ঝলকে নাম না দেখলে বোঝা দায় যে লুকের পিছনে আসল মানুষটি কে! প্রথম লুকেই এমন চমক থাকলে ছবি যে বেশ সাড়া ফেলবে তা বলাই বাহুল্য।
View this post on Instagram
ডার্ক রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'র পরিচালক অক্ষত অজয় শর্মা। জি স্টুডিওজ ও অনিন্দিতা স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।
নওয়াজউদ্দিন সিদ্দিকি এই ছবি প্রসঙ্গে বলেন, 'আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্র চিত্রিত করেছি কিন্তু 'হাড্ডি' একটি অনন্য এবং বিশেষ চরিত্র হতে চলেছে কারণ আমি এমন অদেখা চরিত্রে ধরা দেব যা আমাকে একজন অভিনেতা হিসাবে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ছবিটির শ্যুটিং শুরুর অপেক্ষায় আছি।'
এই ছবিটি লিখেছেন অক্ষত অজয় শর্মা ও অদম্য় ভল্লা। ২০২৩ সালে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)