![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rhea Chakraborty: মাদক মামলায় স্বস্তি রিয়ার, জামিনকে চ্যালেঞ্জ নয় NCB-এর
Rhea Chakraborty Drug Case: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়।
![Rhea Chakraborty: মাদক মামলায় স্বস্তি রিয়ার, জামিনকে চ্যালেঞ্জ নয় NCB-এর NCB decides not to challenge bail granted to Rhea Chakraborty in drugs case Rhea Chakraborty: মাদক মামলায় স্বস্তি রিয়ার, জামিনকে চ্যালেঞ্জ নয় NCB-এর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/19/a6222d9e8dbdf107f98a79bff4c86b4b168974619265447_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর সমস্য়ায় জর্জরিত হয়েছিল তাঁর জীবন। এবার মাদক মামলায় কিছুটা স্বস্তি পেলেন অভিনেত্রী। কারণ সুপ্রিম কোর্টকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) জানাল যে, মাদক মামলায় অভিনেত্রীকে দেওয়া জামিনের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে না।
লাইভ ল ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, যিনি এনসিবি-র পক্ষে হাজির হয়েছিলেন, বিচারপতি এএস বোপান্না এবং এমএম সুন্দরেশকে বলেছেন জামিনের মঞ্জুরি চ্যালেঞ্জ করা হচ্ছে না।
আরও পড়ুন...
বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই চা খাওয়ার সময় নজর রাখুন এই দিকগুলোয়
বেঞ্চ তাদের আদেশে বলেছে, “এই পর্যায়ে অপ্রস্তুত আদেশের চ্যালেঞ্জের প্রয়োজন হতে পারে না। তবে আইনের প্রশ্ন খোলা থাকবে। হাইকোর্টের এই রায়কে অন্য কোনো মামলার নজির হিসেবে গ্রহণ করা হবে না।”
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়। অভিযোগ করা হয়েছিল যে অভিনেত্রী একটি 'মাদক ব্যবসায়ী' সিন্ডিকেটের অংশ ছিলেন, যারা সুশান্তের জন্য মাদক সরবরাহ করত। অভিনেত্রীকে ৮ সেপ্টেম্বর, ২০২০-এ NDPS দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল এবং ৪ অক্টোবর, ২০২০-এ তে তিনি জামিন পেয়েছিলেন।
লাইভ ল ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, যিনি এনসিবি-র পক্ষে হাজির হয়েছিলেন, বিচারপতি এএস বোপান্না এবং এমএম সুন্দরেশকে বলেছেন জামিনের মঞ্জুরি চ্যালেঞ্জ করা হচ্ছে না।
২০২১ সালে, বিচারপতি এসভি কোতোয়ালের হাইকোর্ট বেঞ্চ বলেছিলেন, “রিয়া চক্রবর্তী মাদক ব্যবসায়ীদের অংশ নন। তিনি আর্থিক বা অন্যান্য সুবিধা অর্জনের জন্য অন্য কাউকে মাদক দেননি। বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে অভিনেত্রী নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট (এনডিপিএস অ্যাক্ট) এর ধারা ২৭এ এর অধীনে কোনও শাস্তিযোগ্য অপরাধের জন্য দোষী নন।
উল্লেখ্য়, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর প্রায় ৪ বছর পরে ফের ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। এমটিভির জনপ্রিয় শো 'রোডিজ সিজন ৯' (MTV Roadies Season 19)-এ গ্যাং লিডারের ভূমিকায় দেখা গেছে তাঁকে। এই চ্যানেল, এই শো থেকেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন রিয়া। তারপরে সুযোগ পান বড়পর্দায়। আর এবার এই চ্যানেলের, একই শো-এর বিচারকের ভূমিকায় দেখা গেল তাঁকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)