'Yeh Kaali Kaali Ankhein' Season 2: আসছে জনপ্রিয় সিরিজ 'ইয়ে কালি কালি আঁখে'র দ্বিতীয় সিজন
'Yeh Kaali Kaali Ankhein' Season 2: যদিও সিরিজের দ্বিতীয় সিজনের গল্প কোনদিকে কীভাবে এগোবে সেই ব্যাপারে মুখ খোলেননি অভিনেতা। তিনি বলেন, 'দর্শক আমার ওপর ভরসা রাখুন।"
মুম্বই: নেটফ্লিক্সে (Netflix) কিছুদিন আগেই মুক্তি পায় রোম্যান্টিক থ্রিলার ওয়েব সিরিজ 'ইয়ে কালি কালি আঁখে' ('Yeh Kaali Kaali Ankhein' season 2)। মুক্তির পর থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই সিরিজ। নেটফ্লিক্সের তরফে এবার এই সিরিজের দ্বিতীয় সিজনের কথা ঘোষণা করা হল। সিরিজের মুখ্য তিন চরিত্র তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin), শ্বেতা ত্রিপাঠি (Shweta Tripathi) ও আঁচল সিংহ (Anchal Singh) সম্পূর্ণ তৈরি। প্রথম সিজনের সাফল্যের পর নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় সিজনের কথা জানান কলাকুশলীরা।
রানি মুখোপাধ্যায়ের 'মরদানি' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তাহির রাজ ভাসিন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে 'ইয়ে কালি কালি আঁখে' দ্বিতীয় সিজনের ঘোষণা করেন অভিনেতা। সিরিজে তাঁর চরিত্রের কায়দায় ক্যাপশনে লেখেন, 'সেদিন খবর এল যে ইয়ে কালি কালি আঁখের নতুন সিজন আসছে আর আমি আনন্দে আত্মহারা হলাম। দুঃখিত, নতুন সিজনটা হচ্ছে তাই আবার বিক্রান্তের গলা ঝালিয়ে নিচ্ছি!!!'
View this post on Instagram
তাহিরকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যে প্রচণ্ড পরিমাণ ভালবাসা ও প্রশংসা পেয়েছি আমি সত্যিই আপ্লুত। আমার কাজ দর্শক পছন্দ করেছেন দেখে আরও রোমাঞ্চিত।'
আরও পড়ুন: 'Badhaai Do' Song: প্রেমের মরসুমে রোম্যান্টিক গান মুক্তি রাজকুমার-ভূমি অভিনীত 'বধাই দো' ছবির
যদিও সিরিজের দ্বিতীয় সিজনের গল্প কোনদিকে কীভাবে এগোবে সেই ব্যাপারে মুখ খোলেননি অভিনেতা। তিনি বলেন, 'আমি শুধু এটুকুই বলতে পারি যে দর্শকেরা তৈরি থাকুন দ্বিতীয় সিজনে রোমাঞ্চকর যাত্রার জন্য। আমার ওপর ভরসা রাখতে অনুরোধ করতে পারি দর্শকদের। দ্বিতীয় সিজনে আমার ওটা প্রয়োজন।'