Brahmastra: শাহরুখ খানের চরিত্র নিয়ে তৈরি হোক গোটা ছবি, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির পর পিটিশন সই অনুরাগীদের
Shah Rukh Khan: 'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খানকে এক বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাচ্ছে যাঁর শরীরে 'বানরাস্ত্র'-এর শক্তি আছে। অধিকাংশ অনুরাগী তো তাঁকে কেবল প্রেক্ষাগৃহে এতদিন পর দেখতে পেয়েই আনন্দিত।
নয়াদিল্লি: বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত 'ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা' (Brahmastra Part 1: Shiva)। তিন ভাগের এই ছবির প্রথম পর্ব ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। দুর্দান্ত উইকেন্ডের পর প্রথম সোমবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই বেশ প্রশংসিত হয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'অস্ত্রভার্স'-এর (Astraverse) গল্প। তবে এই ছবির আরও এক আকর্ষণ, শাহরুখ খানের (Shah Rukh Khan) ক্যামিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর অভিনীত চরিত্রের স্থিরচিত্র।
সোশ্যাল মিডিয়ায় নয়া ট্রেন্ড
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ব্রহ্মাস্ত্র'-এর বৈজ্ঞানিক মোহন ভার্গব বা বলা চলে 'অস্ত্রভার্স'-এর বানরাস্ত্র (Vanarastra)। মোট কথা, শাহরুখ খানের এই চরিত্র বেশ ভাল মতোই গ্রহণ করেছেন দর্শকেরা। অভিভূত তাঁর বিপুল ভক্তকূল। এবার তাঁকে নিয়ে শুরু নয়া ট্রেন্ড। প্রথম ছবির ২০ মিনিটের স্ক্রিনস্পেসে মন ভরাতে পারেননি দর্শক। ফ্যানেদের দাবি, এবার তাঁর ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক আস্ত একটা সিনেমা। কেউ আবার চাইছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে মোহন ভার্গবের 'বানরাস্ত্র'-এর শক্তি পাওয়ার আগের সফরের গল্প বলা হবে। এই নিয়েই ভরেছে সোশ্যাল মিডিয়া।
I don't care what anyone says, I need a prequel showing Mohan Bhargav's journey from scientist to become part of the #Astraverse & #Brahmansh with possibly as Nagarjuna & others supporting cast. & Also we'll get to see Gauri from Swades too. #Brahmashtra #BrahmastraPartOneShiva pic.twitter.com/mi8LV43X6n
— Faraz sayyed (@farazsayyed16) September 10, 2022
প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খানকে একজন বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাচ্ছে যাঁর মধ্যে 'বানরাস্ত্র'-এর শক্তি আছে। তাঁর অধিকাংশ অনুরাগী তো তাঁকে কেবল প্রেক্ষাগৃহে এতদিন পর দেখতে পেয়েই আনন্দিত।
জনৈক কিং খান অনুরাগীর পোস্টে 'পিটিশন' শুরুর আবেদনও করা হয়েছে। যাতে দাবি করা হবে শাহরুখ খানের চরিত্র নিয়ে একটা গোটা ছবি তৈরির। আপাতত সেই পিটিশনে ২,৯২৭ জনের সই পড়েছে। এবং সেই নম্বর বেড়েই চলেছে।
আরও পড়ুন: Brahmastra Part 2: কবে শ্যুটিং শুরু 'ব্রহ্মাস্ত্র ২'-এর? জানা গেল সময়
Unbelievable 😍... #SRK fans start a petition for a full #AstraVerse film with him !!! As a fan i have signed...request all SRK fans to do as well !!! 💥💖🤩🎉🙏🏻#Brahmastra spin off starring Shah Rukh Khan - Sign the Petition! @iamsrk https://t.co/Nty8AYk2hs via @ChangeOrg_India
— Girish Johar (@girishjohar) September 12, 2022
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন রিয়েল লাইফ জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্ট। উল্লেখ্য, পাঁচ বছর আগে এই ছবির শ্যুটিং চলাকালীনই প্রেমের সম্পর্ক তৈরি হয় রণবীর ও আলিয়ার। ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় প্রমুখ। ছবির অভিনয় বা সংলাপ সমালোচিত হলেও সকলেই গ্রাফিক্সের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।