New Bengali Movie Update: বড়পর্দায় ফের বনি-আয়ুষী জুটি, আসছে 'আর্চির গ্যালারি'
Bengali Movie Update: এর আগে বনি ও আয়ুষীকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে পরিচালক রাজা চন্দের ছবি 'আম্রপালি'-তে। এই ছবির নির্মাতাদেরও বিশ্বাস নতুন এই জুটি দর্শকদের ফের ভাল একটি ছবি উপহার দেবেন।
কলকাতা: ফের একবার বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও আয়ুষী তালুকদার (Ayushi Talukdar)। ছবির নাম 'আর্চির গ্যালারি'। পরিচালক প্রমিতা ভট্টাচার্যের (Pramita Bhattacharya) এটিই প্রথম ছবি।
আসছে 'আর্চির গ্যালারি'
'আম্রপালি' ছবির পর 'আর্চির গ্যালারি'তে ফের একবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদারকে। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন (debut director) প্রমিতা ভট্টাচার্য। এফটিআইআই থেকে তিনি পরিচালনা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির গল্প এক ঝলকে
ছবিতে ফুটে উঠবে একটি ছেলের গল্প। তার নাম আর্চি। যে চরিত্রে অভিনয় করছেন অভিনতা বনি সেনগুপ্ত। তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার। আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো ফ্রেমবন্দি করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়। এই ছবির নায়ক এমনই কিছু ছবি মনে রেখে দেয়। যার ছোটবেলায় মা মারা যায়। সে বড় হয় বাবা ও মাসির কাছে। যার জীবনের প্রধান অবলম্বন তার বাবা।
ছবিতে আয়ুষী তালুকদারকে দেখা যাবে কর্পোরেট অফিসে চাকুরিরতা হিসাবে। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। তিনিই ছবিতে বনি সেনগুপ্তের বাবার চরিত্রে অভিনয় করছেন।
বনি-আয়ুষী জুটি
এর আগে অভিনেতা বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদারকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে পরিচালক রাজা চন্দের ছবি 'আম্রপালি'-তে। এই ছবির নির্মাতাদেরও বিশ্বাস নতুন এই জুটি দর্শকদের ফের ভাল একটি ছবি উপহার দেবেন। 'আর্চির গ্যালারি' ছবিটি মুক্তি পাবে 'শ্যাডো ফিল্মস'-এর ব্যানারে।
ছবি সম্পর্কে অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, 'এটি আয়ুষীর সঙ্গে আমার দ্বিতীয় ছবি। এর আগের ছবির থেকে এই ছবির গল্প পুরোপুরি আলাদা। আশা করছি দর্শকদের ভাল লাগবে।'
আরও পড়ুন: ABP Exclusive: 'আমার কাছে নববর্ষ মানে দোকানে দোকানে ঘুরে গোল্ডস্পট খাওয়া'