New Bollywood Pairs: চলতি বছর বলিউডে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন যে তারকারা
চলতি বছরই মুক্তি পাবে রণবীর-আলিয়া জুটির ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। এই দুই তারকা ছাড়াও নতুন বেশ কিছু জুটিকে চলতি বছর পেতে চলেছে বলিউড।
মুম্বই: চলতি বছর বলিউডে (Bollywood) মুক্তি পাবে একাধিক ছবি। গত দুটো বছর করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির ক্ষেত্রে নানা বাধা তৈরি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি বহু ছবি। আবার অতিমারি করোনাভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল সিনেমা হল অথবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা ছিল। এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ছবির ব্য়বসা। চলতি বছরের শুরুতেও একাধিক ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। তবে, বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের একে একে ছবি মুক্তি পাচ্ছে সিনেমা হলে। তারইমধ্যে কোনও কোনও ছবি বক্স অফিসে দুর্দান্ত ভালো ব্যবসাও করছে।
এই বছর বলিউডে বেশ কিছু নতুন জুটিকে দেখা যেতে চলেছে। যেমনটা আমরা সকলেই জানি, বাস্তব জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে পর্দায় জুটি বেঁধে দেখা যায়নি এখনও। যদিও তাঁদের ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। চলতি বছরই মুক্তি পাবে রণবীর-আলিয়া জুটির ছবি 'ব্রহ্মাস্ত্র'। এই দুই তারকা ছাড়াও নতুন বেশ কিছু জুটিকে চলতি বছর পেতে চলেছে বলিউড। এক ঝলকে দেখে নেওয়া যাক এই বছর বলিউডে কোন কোন নতুন জুটিকে দেখা যেতে চলেছে।
বলিউডে নতুন যে জুটিদের দেখা যাবে-
১. রণবীর কপূর ও আলিয়া ভট্ট- পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সায়েন্স ফিকশন ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে। ছবিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় প্রাঁচ বছর। এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে রণবীর - আলিয়াকে।
২. অনন্যা পাণ্ডে এবং বিজয় দেবেরাকোন্ডা- প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছএন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। তাঁদের আগামী ছবি 'লাইগার'-এর শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্য়েই। জানা গিয়েছে, ছবিটি মুক্তি পাবে চলতি বছর ২৫ অগাস্ট। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাইক টাইসনকে।
৩. প্রভাস ও কৃতী শ্যানন- 'বাহুবলী' খ্যাত প্রভাস ইতিমধ্যেই বলিউডে জুটি বেঁধেছেন শ্রদ্ধা কপূরের সঙ্গে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'রাধে শ্যাম'-এ দেখা গিয়েছে পূজা হেগড়ের সঙ্গে। এবার প্রভাস জুটি বাঁধবেন কৃতী শ্য়াননের সঙ্গে। 'আদিপুরুষ' ছবিতে এই জুটিকে দেখা যাবে।
আরও পড়ুন - Aparajito: 'অপরাজিত' দেখার পাঁচদিন পর কেমন লেগেছে জানালেন গৌরব চক্রবর্তী
৪. ইশান খট্টর, ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধান্ত চতুর্বেদী- হরর কমেডি 'ফোন ভূত' ছবি দিয়ে প্রথমবার জুটি বাঁধবেন, এই তিন তারকা। যদিও ক্যাটরিনা কাইফকে কার বিপরীতে দেখা যাবে সে সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
৫. দিশা পাটানি ও সিদ্ধার্থ মলহোত্র- ধর্মা প্রোডাকশনসের আগামী ছবি 'যোদ্ধা'তে জুটি বেঁধে দেখা যাবে দিশা পাটানি ও সিদ্ধার্থ মলহোত্রকে। জানা গিয়েছে চলতি বছর ১১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
৬. হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন- এই বছর ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে হৃত্বিক রোশনের। এই প্রথমবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তাঁদের দেখা যাবে 'ফাইটার' ছবিতে।
৭. আয়ুষ্মান খুরানা ও রকুলপ্রীত সিংহ- এই দুই তারকা অন্যান্য অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধলেও একসঙ্গে তাঁদের কখনও দেখা যায়নি। 'ডক্টর জি' ছবি দিয়ে জুটিতে দেখা যাবে আয়ুষ্মান ও রকুলপ্রীতকে।