![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
New Web Series: স্বাধীনতা দিবসে নতুন স্পাই থ্রিলার সিরিজের ঘোষণা, আসছে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই'
Web Series: শত্রুদের থেকে নিজের দেশকে রক্ষা করতে ভারতীয় এক অজ্ঞাত চরের গল্প বলবে এই সিরিজ যাঁর সাহায্যে ১৯৬৫ সালের যুদ্ধ জেতা অনেক সহজ হয়েছিল। দেখা যাবে মোট ৮টি এপিসোড।
![New Web Series: স্বাধীনতা দিবসে নতুন স্পাই থ্রিলার সিরিজের ঘোষণা, আসছে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' New espionage drama series 'Mukhbir - The Story of a Spy' announced on Independence Day New Web Series: স্বাধীনতা দিবসে নতুন স্পাই থ্রিলার সিরিজের ঘোষণা, আসছে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/16/e6d5ede1e4b8a38e64f0174999d1370b1660627552487229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন অরিজিন্যাল ওয়েব সিরিজের (Original Web Series) ঘোষণা করল ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ (Zee 5)। নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' (Mukhbir - The Story of a Spy) সিরিজের ঘোষণা করে তারা।
আসছে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই'
এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী এই সিরিজের টিজার পোস্ট করে জি ফাইভ। ভিডিও শেয়ার করে লেখা হয়, 'এই স্বাধীনতা দিবসে, আমাদের অজ্ঞাত নায়কদের সেলাম। প্রত্যেকটা যুদ্ধই যে যুদ্ধক্ষেত্রে জেতা যায় তা নয়। 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' গল্প জানতে তৈরি হোন, শীঘ্রই আসছে জি ফাইভে'।
শিভম নায়ার ও জয়প্রদ দেসাই পরিচালিত 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' বলবে এক ভারতীয় চরের অনুপ্রেরণাদায়ক গল্প। এক ভারতীয় গুপ্তচর যে পাকিস্তানে থেকে নিজের দেশের দিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। স্পাই থ্রিলার ঘরানার এই সিরিজ মুক্তি পাবে চলতি বছরেই। মুখ্য চরিত্রে দেখা যাবে জইন খান দুরানি, প্রকাশ রাজ, আদিল হুসেন, বরখা বিশত, হর্ষ ছায়া, সত্যদীপ মিশ্র ও জোয়া আফরোজকে।
View this post on Instagram
শত্রুদের থেকে নিজের দেশকে রক্ষা করতে ভারতীয় এক অজ্ঞাত চরের গল্প বলবে এই সিরিজ যাঁর সাহায্যে ১৯৬৫ সালের যুদ্ধ জেতা অনেক সহজ হয়েছিল। ভিক্টর ট্যাঙ্গো এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিরিজে দেখা যাবে মোট ৮টি এপিসোড। এই সিরিজ সেই সকল অপরিচিত 'নায়ক'দের উৎসর্গ করে তৈরি হবে যাঁরা আড়ালে থেকে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত। তাঁরা দেশের প্রতি যা যা করেন নিজেদের খ্যাতি বা পরিচয়ের পরোয়া না করে, সেই গল্পই বলবে এই সিরিজ।
আরও পড়ুন: Koneenica Banerjee: শিরদাঁড়ায় অস্ত্রোপচার করিয়ে আপাতত সুস্থ কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ফিরলেন বাড়ি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)