New Movie Update: সিরিয়াল খুনের কিনারায় হাজির চিরঞ্জিৎ, আসছে নতুন ছবি 'মৃত্যুর রং ধূসর'
New Movie Update: সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি 'মৃত্যুর রং ধূসর'। ছবিতে দেখা যাবে, শহরে বেশ কিছু যুবক-যুবতী পরপর খুন হয়ে যাচ্ছে। খুনিকে ধরতে ব্যর্থ লোকাল থানা। তৈরি হয় লালবাজারের বিশেষ টিম।
![New Movie Update: সিরিয়াল খুনের কিনারায় হাজির চিরঞ্জিৎ, আসছে নতুন ছবি 'মৃত্যুর রং ধূসর' New Movie Update: new bengali movie Mrityur Rong Dhushor to be on floor soon New Movie Update: সিরিয়াল খুনের কিনারায় হাজির চিরঞ্জিৎ, আসছে নতুন ছবি 'মৃত্যুর রং ধূসর'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/10/a385c4b18e4577ec721aad7df25c9257_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'হরিপদ হরিবল' ছবির সাফল্যের পর আসছে নতুন ছবি। 'প্রাগ ফিল্মস অ্যান্ড সিনেমিডিয়া' (Prague Films & Cinemedia) প্রযোজনা সংস্থার নতুন ছবির নাম 'মৃত্যুর রং ধূসর' (Mrityur Rong Dhushor)। ছবির পরিচালনার দায়িত্বে বিক্রম আদিত্য অর্জুন।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি 'মৃত্যুর রং ধূসর'। ছবিতে দেখা যাবে, শহরে বেশ কিছু যুবক-যুবতী পরপর খুন হয়ে যাচ্ছে। খুনিকে ধরতে নাকাল অবস্থা লোকাল থানা। তাই ঘটনার তদন্ত করতে লালবাজার থেকে বিশেষ টিম নিয়োগ করা হয়। কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, কেউই খুনের কোনও কুলকিনারা করে উঠতে পারেন না। গল্প যত এগোয়, রহস্যের পর্দা তত খুলতে থাকে। পরে জানা যায় এই সমস্ত খুনই করেছেন একজন সাইকো কিলার। কিন্তু সেই খুনি কি শেষ পর্যন্ত ধরা পড়বে? কেনই বা সে একের পর এক খুন করে চলেছে? তাও কি জানা যাবে? খুনের উদ্দেশ্যই বা কী, সেই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য।
গত ৭ নভেম্বর ঘোষণা করা হয়েছে নতুন ছবির নাম। হয়ে গেছে মহরৎও। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হবে কলকাতারই বিভিন্ন প্রান্তে। 'শ্যাডো অফ দ্য ডেভিল' সিরিজের দশটি পর্ব থাকবে। এটি তার প্রথম অংশ। ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), কিঞ্জল নন্দ, সৌমিতা, ঐন্দ্রিলা বসু, রণজয় বিষ্ণু। অভিনয় করতে দেখা যাবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কেও (Kamaleshwar Mukherjee)। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎ লাহিড়িকেও (Indrajit Lahiri)। 'সাইকো কিলার'-এর চরিত্রে কাকে দেখা যাবে সেই ব্যাপারে এখনই কিছু জানাননি ছবি নির্মাতারা। ছবিতে মোট তিনটি গান থাকছে। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন লয় দীপ। ইতিমধ্যেই শেষ হয়েছে দুইটি গানের রেকর্ডিং। গান দু'টি গেয়েছেন রূপম ইসলাম ও দেব অরিজিৎ। আগামী বছর বড় পর্দায় মুক্তি পাবে সিনেম্যাটিক সিরিজের এই প্রথম ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)