Kavita Kaushik Update: মাধুরী দীক্ষিতের ছেলের পর টেলি তারকা কবিতা কৌশিক, ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান অভিনেত্রীর
Kavita Kaushik Donates Hair: ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁর নতুন লুকের জন্য অপেক্ষা করতে বলেন অনুরাগীদের। পোস্টের ক্যাপশনে লেখেন, 'এটা যাবে ক্যানসার আক্রান্তদের উইগ তৈরির জন্য।'
মুম্বই: জনপ্রিয় ধারাবাহিক 'এফআইআর'-এর পরিচিত মুখ অভিনেত্রী কবিতা কৌশিক। এবার তিনি শিরোনামে খানিক অন্য কারণে। শুনলে মন ভাল হয়ে যাবে আপনারও। নিজের লম্বা চুল কেটে দান করলেন ক্যানসার রোগীদের উইগ তৈরির জন্য। নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে তাঁর এই মহৎ কাজের ভিডিও পোস্ট করলেন কবিতা।
কবিতা কৌশিক কী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়? (What Did Kavita Kaushik Post?)
ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁর নতুন লুকের জন্য অপেক্ষা করতে বলেন অনুরাগীদের। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'আর এটা যাবে ক্যানসার আক্রান্তদের উইগ তৈরির জন্য।'
View this post on Instagram
টেলি জগতের একাধিক তারকা যেমন ভারতী সিংহ, কামিয়া পঞ্জাবি, তানাজ ইরানি, কর্ণ খন্না তাঁর পোস্টে কবিতার প্রশংসা করেছেন।
অনুরাগীদের থেকে উপদেশও চান কবিতা (Kavita Asked Fans For Advice)
অনুরাগীদের কাছে কেমন 'হেয়ারকাট' করা যায় সেই ব্যাপারে সাজেশনও চেয়েছিলেন 'বিগ বস ১৪' প্রতিযোগী। একটি প্রতীকী ছবিও পোস্ট করেন তিনি। 'আমি ভীষণভাবে একটা মেকওভার চাই, এবং এরকম শর্ট কাট করতে চাই। করা উচিত?' তিনি লেখেন।
কিছুদিন আগেই ছিল জাতীয় ক্যানসার সচেতনতা দিবস (National Cancer Awarness Day)। সেদিন সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন বলিউডের হার্টথ্রব মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। নিজের ছেলের একটি কাজের কথা ভাগ করে নেন গর্বিত মা।
সোশ্যাল মিডিয়ায় মাধুরী লেখেন, 'সমস্ত হিরোটা টুপি পরে না। কিন্তু আমার হিরো পরে।... বছর ২ আগে আমার ছেলে রেয়ানের ক্যানসার আক্রান্তদের দেখে কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল। কেমোর ফলে প্রায় সব ক্যান্সার আক্রান্তদেরই চুল ক্ষতিগ্রস্থ হয়। তাঁদের দেখে আমার ছেলে সিদ্ধান্ত নেয় চুল বাড়ানোর। বাবা-মা হিসেবে আমরা আমাদের ছেলের এই সিদ্ধান্ত শুনে রোমাঞ্চিত হয়েছিলাম। খুশিও। ২ বছর ধরে রেয়ান চুল কাটেনি। চুল দান করার একটা নিয়ম রয়েছে। অন্তত একটি বিশেষ দৈর্ঘ্য পর্যন্ত না পৌঁছলে চুল দান করা যায় না। সেই মতোই রেয়ান চুল বাড়ায়।...মা-বাবা হিসেবে আমাদের গর্ববোধ হচ্ছে।' ক্যানসার আক্রান্তদের উইগ তৈরির জন্য নিজের চুল দান করেন মাধুরীর ছেলেও। এবার সেই মহৎ কাজে নাম লেখালেন অভিনেত্রী কবিতা কৌশিক।