অরিন্দম শীলের প্রথম হিন্দি গানের অ্যালবাম মুক্তির মঞ্চে পাশাপাশি মদন-শ্রাবন্তী
‘ম্যায় হীর ভে’ গানটি গেয়েছেন শুভ্রা পাল। তবে কেবল পরিচালক বা গায়িকা নয়, এদিন আরবানার অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল।
কলকাতা: 'বড়লোকের বিটি লো'-র পর ‘ম্যায় হীর ভে’। মুক্তি পেল অরিন্দম শীলের পরিচাললায় প্রথম হিন্দি গান। সোমবার আরবানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মুক্তি পেয়েছে অরিন্দম শীলের নতুন এই গান। ‘ম্যায় হীর ভে’ গানটি গেয়েছেন শুভ্রা পাল। তবে কেবল পরিচালক বা গায়িকা নয়, এদিন আরবানার অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল।
এই প্রথম নয়, এর আগেও মিউজিক অ্যালবামের পরিচালনা করেছেন অরিন্দম শীল। তাঁর পরিচালিত ‘গেন্দা ফুল’ মন কেড়েছিল সবার। বাদশার র্যাপ গান ‘বড় লোকের বিটি লো’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সেসময়। গানের আসল লেখক রতন কাহারের নাম উল্লেখ না থাকায় চটেছিলেন অনেকেই। তবে ‘গেন্দা ফুল’ গানে রতন কাহারকে সম্মান জানিয়েছিলেন অরিন্দম। হিন্দিতে এই গানে বলিউড অভিনেত্রী জ্য়াকলিন ফার্নান্ডেজতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে পাল্লা দিতে বাংলায় নাচ করেন দেবলীনা কুমার। সেও অরিন্দম শীলের পরিচালনাতেই।
বড়পর্দায় ফিরে দেখা সৌমিত্র-স্বাতীলেখাকে, মুক্তি পাচ্ছে 'বেলাশুরু'
নতুন গান পরিচালনা নিয়ে অরিন্দম শীল বলছেন, 'সবার পারফরম্যান্স দেখে আমি বেশ আশ্চর্য হয়েছি। শুভ্রা পালের গলাটা দুর্দান্ত শুনিয়েছে। আশা করি এই ভিডিওটা মানুষের ভালো লাগবে কারণ অনেক খাটনি করে এটা বানানো। আর এই ভিডিওটা আমার কাছে ভীষণ আলাদা ও মনের কাছের কারণ এটা আমার পরিচালনা করা প্রথম হিন্দি গান। আশা করছি মানুষের এই ভিডিওটি ও শুভ্রা পালের গলা ভীষণ ভালো লাগবে।'
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের ৫ সদস্যের
অনুষ্ঠানে এসে শুভ্রা পাল বলেন, 'এই সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। গোটা টিমটা ভীষ ভালো আর গানটা খুব সুন্দর করে লেখা হয়েছিল। আমি আমার মতো করে চেষ্টা করেছি। আশা করি এই গানটি দর্শকদের ভালো লাগবে।'
কেবল অ্যালবাম রিলিজ নয়, এদিন ছিল গান শোনার পালাও। বহুদিন পর মঞ্চে অনুপ জালোটার গান শুনল দর্শক। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন মদন মিত্র ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁদের হেসে কথাও বলতে দেখা যায় এদিন।