New Tollywood Film: খেয়ালীর সঙ্গে জীবনের গল্প বলবেন বিশ্বনাথ, দেবদূত, আসছে 'মেসবাড়ি'
Tollywood Update: একসঙ্গে বাঁচার গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির লুক, চমক লুকিয়ে রয়েছে সেখানেই
কলকাতা: নতুন ছবিতে মুখ্যচরিত্রে খেয়ালী ঘোষ দস্তিদার (Kheyali Ghosh Dastidaar)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু (Biswanath Basu), দেবদূত ঘোষ (Devdut Ghosh)-ও। হুমায়ুন আহমেদের গল্প অনুসারে পর্দায় আসছে নতুন ছবি 'মেসবাড়ি'।
একসঙ্গে বাঁচার গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির লুক। চমক রয়েছে ৩ অভিনেতা অভিনেত্রীরই লুকে। ছবিটি মুক্তি পাবে 'অফ দা স্পেকট্রাম' প্রোডাকশন এর ব্যানারে। ছবিটি পরিচালনা করছেন দীপান্বিতা সেনগুপ্ত। রুপোলি পর্দার জগতে তিনি নতুন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতশিল্পী হিসেবে শোনা যাবে রূপঙ্কর বাগচী (Rupankara Bagchi)-র কন্ঠ।
এই ছবির গল্পের দিকে চোখ রাখলে একঝলকে যেন মনে পড়ে যায় নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty)-র গাওয়া সেই বিখ্যাত গান.. 'মুখোমুখি আমি খোকা.. আর বৃদ্ধাশ্রম..'। বর্তমানের সমাজের পরিস্থিতিকেই তুলে ধরা হবে ছবির পর্দায়। গোটা জীবন বিভিন্ন লক্ষ্যকে অর্জন করতে করতে আমরা ভুলে যাই.. আমাদেরও একসময় বয়স হবে। আর সেই সময়টা মানুষ যেন কিছুটা একা হয়ে যায়। জীবনের এই গল্পের সঙ্গে নিজেদের মিলিয়ে ফেলতে পারে সবাই।
কিন্তু জীবনের শেষভাগটা, কোনও বৃদ্ধাশ্রমে না কাটিয়ে, যদি কোনও মেসবাড়িতে কাটানো যেত? তাহেল কেমন হত জীবনটা? সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। বিশ্বনাথ, খেয়ালী ও দেবদূতের যে লুক তুলে ধরা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, তাঁরা প্রত্যেকেই মাঝবয়সী কয়েকটি চরিত্র। কেমনভাবে তাঁদের জীবন জড়িয়ে যায়, সেই গল্পকেই তুলে ধরবে এই ছবি।
এই তিন মুখ্যচরিত্র ছাড়াও ছবিতে রয়েছেন, ধীমান ভট্টাচার্য, শুভশ্রী সেনগুপ্ত, আবির সেনগুপ্তের মতো অভিনেতারা। পরিচালক বলছেন, 'এই ছবিতে সামাজিক একটি বার্তা পাবেন দর্শক। অভিনেত্রী খেয়ালী ঘোষ দস্তিদার, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ ও অন্যান্য অভিনেতারা প্রত্যেকেই নিজের নিজের চরিত্রে অনন্য। ব্যস্ততার মধ্যেও সবাইকে পাশে নিয়ে বাঁচার নামই যে জীবন, সেই গল্পই বলবে 'মেসবাড়ি'। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে ছবিটি।'
'মেসবাড়ি' ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতার অদূরে একটি জমিদার বাড়িতে। ছবির পোস্ট প্রোডাকশনের দায়িত্বে রয়েছে স্টুডিও 'এডিট এফ্ এক্স'। এখনও প্রকাশ্যে আসেনি ছবিটির মুক্তির দিন। তবে ছবিটিকে বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর পরিকল্পনা রয়েছে পরিচালক ও প্রযোজকের। তারপরে জনসাধারণের জন্য মুক্তি পাবে 'মেসবাড়ি'।
আরও পড়ুন: Rittika Sen: নতুন নায়কের সঙ্গে থ্রিলারে জুটি বাঁধছেন ঋত্বিকা, থাকছেন রজতাভ, শান্তিলালও