![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jisshu-Nilanjana: রইলেন না যীশু, দুই মেয়েকে নিয়েই প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে দীপাবলির শুভেচ্ছা নীলাঞ্জনার
Jisshu-Nilanjana News: যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বৈবাহিক জীবনের সমস্যার কথা বর্তমানে অজানা নেই কারও। দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন না যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা।
![Jisshu-Nilanjana: রইলেন না যীশু, দুই মেয়েকে নিয়েই প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে দীপাবলির শুভেচ্ছা নীলাঞ্জনার Nilanjana celebrated Diwali without Jisshu Sengupta Entertainment News Tollywood Jisshu-Nilanjana: রইলেন না যীশু, দুই মেয়েকে নিয়েই প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে দীপাবলির শুভেচ্ছা নীলাঞ্জনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/31/bbdb021fa1929d6dfa084a1aed47a737173039795983349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সপরিবারে একসঙ্গে হয়ে আলোর উৎসব উদযাপন। তবে কেউ বাদ রয়ে গেলেন কী? নিজেদের বাড়ি প্রদীপ দিয়ে সাজালেন নীলাঞ্জনা আর তাঁর দুই মেয়ে সারা ও জারা। তবে বাদ রয়ে গেলেন যীশু সেনগুপ্ত। দীপাবলির শুভেচ্ছা জানাতে কোথাও উল্লেখ নেই যীশু সেনগুপ্তের। দুই মেয়েকে নিয়ে সাদা পোশাকে প্রদীপে সাজানো বাড়িতে দীপাবলির শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন নীলাঞ্জনা।
যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বৈবাহিক জীবনের সমস্যার কথা বর্তমানে অজানা নেই কারও। দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন না যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা ও তাঁর বড় মেয়ে সারা আনফলো করে দিয়েছেন যীশু সেনগুপ্তকে। আপাতত মুম্বইতে থাকছেন যীশু সেনগুপ্ত। অন্যদিকে কলকাতার বাড়িতেই দুই মেয়েকে নিয়ে থাকছেন নীলাঞ্জনা। আর আজ সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ের সঙ্গেই অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী প্রযোজক। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কখনোই তেমন সক্রিয় নন যীশু সেনগুপ্ত। ফলে অনুরাগীরা কোনও বার্তা পাননি তাঁর তরফ থেকে।
View this post on Instagram
বিবাহ বিচ্ছেদ নিয়ে কার্যত মৌনব্রত গ্রহণ করেছেন যীশু। কাউকেই কোনওরকম সাক্ষাৎকার দেননি তিনি এই বিষয়ে, তিনি আপাতত ব্যস্ত রয়েছেন নিজের কাজ নিয়ে। অন্যদিকে সরাসরি মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়ায় এখন খুবই সক্রিয় নীলঞ্জনা। তিনি হামেশাই বিভিন্ন স্টেটাস শেয়ার করেন যা বেশ অর্থবহ। তবে সরাসরি নীলাঞ্জনা তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনও কথা বলেননি। শোনা যাচ্ছে, যীশু সেনগুপ্ত তাঁর আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই থেকেই যাবতীয় অশান্তির সূত্রপাত। মুম্বইতে নাকি সেই আপ্ত সহায়কের সঙ্গেই বর্তমানে থাকছেন যীশু সেনগুপ্ত। তবে এই খবরে সীলমোহর দিতে মুখ খোলেননি কেউই।
View this post on Instagram
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাড়িতে কালীপুজো, বিয়ের পরে প্রথম দীপাবলি একসঙ্গে কেমন কাটালেন কাঞ্চন-শ্রীময়ী?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)