Nilanjana on Sara Birth: মেয়ের জন্মের পরেই ঘিরে ধরেছিল অবসাদ, রোজ একা বসে কাঁদতেন নীলাঞ্জনা!
Nilanjana-Jisshu: নীলাঞ্জনা বলেন, 'সারা জন্ম নেওয়ার পরে তিনিও অবসাদে ভুগেছেন। একা একা বসে কাঁদতাম। কারও সঙ্গে কথা বলতাম না'
কলকাতা: বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। স্বামী যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র সঙ্গে ছাদ আলাদা হয়েছে তাঁর। দুই মেয়ে সারা এবং জারার সঙ্গেই এখন সময় কাটে অভিনেত্রীর প্রযোজক নীলাঞ্জনার। তবে সদ্য একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন অন্তঃসত্ত্বা থাকার সময় ও তাঁর পরে তাঁর অবসাদের কথা। মুখ খুলেছেন, বিয়ের পরে প্রথম মা হওয়া, মেয়েকে নিয়ে সময় কাটানো ও অবসাদ নিয়ে।
সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেন, 'বিয়ের আগে আমি ব্রুক শিলডস দেখেছিলাম, ওপেরা উইনফ্রে শো-তে। সেই সময়ে সেখানেই শুনেছিলাম, উনি প্রসবোত্তর সময়ে গাড়ি নিয়ে একটি দেওয়ালে ধাক্কা মেরেছিলেন। গাড়ির পিছনের সিটে ছিল তাঁর সন্তান। সেই সময়ে আমি মনে করেছিলাম এটা কীভাবে সম্ভব? তবে নিজে অন্তঃসত্ত্বা হওয়ার পরে আমি বুঝি, শরীরে বিভিন্ন হরমোনাল বদল হয় প্রসবের আগে ও পরে। প্রসবের আগে শরীরে হরমোনের মাত্রা অনেক বেশি থাকে। প্রসবের পরে সেই মাত্রাটা হঠাৎ করেই কমে যায়।'
নীলাঞ্জনা আরও বলেন, 'সারা জন্ম নেওয়ার পরে তিনিও অবসাদে ভুগেছেন। একা একা বসে কাঁদতাম। কারও সঙ্গে কথা বলতাম না। তবে যে সময়ে সারার মুখটা দেখতাম, মনে হত ওর জন্যই আমায় বেঁচে থাকতে হবে। সারাই আমায় মাতৃত্বের স্বাদ দিয়েছে।' সেই থেকেই যেন মেয়ে সারা নীলাঞ্জনার বন্ধু হয়ে উঠেছিল। বর্তমানে দুই কন্যা সারা ও জারা নীলাঞ্জনার অবলম্বনও। সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি পোস্ট করেন তাঁরা।
অন্যদিকে বর্তমানে যীশু সেনগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের টালমাটাল অবস্থা চলছে। বর্তমানে কলকাতায় দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতে থাকছেন নীলাঞ্জনা। অন্যদিকে যীশু কলকাতার বাড়িতে থাকছেন না। মুম্বইতেই তাঁর বাস এখন। শোনা যাচ্ছে, নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যীশু। তবে এই বিষয়ে কখনও মুখ খোলেননি যীশু। তবে এই কথা সত্যি যে যীশু নিজের কলকাতার বাড়িতে থাকছেন না। 'খাদান' ছবির শ্যুটিংও তিনি দিদির বাড়িতে থেকেই সেরেছেন।
View this post on Instagram
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করলেন, তবু কার্নিভালে গেলেন না কাঞ্চন-শ্রীময়ী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।