এক্সপ্লোর
Advertisement
‘জলি এলএলবি টু’-র একটি গান এসেছে অক্ষয়ের মেয়ের নার্সারি রাইম থেকে!
মুম্বই: আসন্ন ‘জলি এলএলবি টু’-র প্রমোশন নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন অক্ষয় কুমার। তার আগে সামনে এসেছে ছবিটি সম্পর্কে একটি বিশেষ তথ্য।
অক্ষয়ের ছোট্ট মেয়ে নিতারার কাছ থেকে নাকি অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘জলি এলএলবি টু’-র একটি গান।
জানা গেছে, এক রাতে অক্ষয় মেয়ের সঙ্গে খেলছিলেন। তখন সে একটি নার্সারি রাইম আওড়াতে শুরু করে। তখনই তাঁর মাথায় এসে যায়, ওই অদ্ভুত, শিশুসুলভ সুর ব্যবহার করে তাঁরা ছবির নায়ক জলির চরিত্রে খানিকটা আলোকপাত করতে পারেন। প্রযোজক, পরিচালকের সঙ্গে এ নিয়ে দিনকয়েক আলোচনা চলে। তারপর তৈরি হয় গানটি।
মনে করা হচ্ছে, ‘হি ইজ আ জলি গুড ফেলো’ বলে যে গান এই ছবিতে রয়েছে, সেটিই তৈরি হয়েছে নিতারার রাইম থেকে অনুপ্রাণিত হয়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement