Shah Rukh Khan: মুম্বই বিমানবন্দরে আটক হননি 'বাদশাহ', দামি ঘড়ির জন্য জরিমানা তাঁর দেহরক্ষীকে
Bollywood Celebrity Updates: সম্প্রতি শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে, শাহরুখ খানকে মোটেই বিমানবন্দরে আটকানো হয়নি।
মুম্বই: শনিবার ফের একবার খবরের শিরোনামে আসেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শোনা যায়, মুম্বই বিমানবন্দরে শুল্ক বিভাগের (Customs) পক্ষ থেকে তাঁকে আটক করা হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয় যে, দুবাই থেকে ব্যক্তিগত বিমানে মুম্বই ফেরার পরই বিমানবন্দরে তাঁকে আটকান শুল্ক দফতারের আধিকারিকরা। অভিযোগ ওঠে, শাহরুখ খান ও তাঁর টিমের অন্যান্য সদস্যদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি রয়েছে। পরে শোনা যায়, শাহরুখ ও তাঁর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয় এবং অভিনেতার দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের আটকে রাখা হয়। সম্প্রতি শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন যে, শাহরুখ খানকে মোটেই বিমানবন্দরে আটকানো হয়নি। তাঁর দেহরক্ষী রবি সিংহকে আটকানো হয়েছিল।
মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে শুল্প দফতরের আটকানো প্রসঙ্গে কী জানা যাচ্ছে?
সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছে শুল্ক বিভাগের মুম্বই কার্যালয়ের এক আধিকারিক। তাঁর দাবি, মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকানোর যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে, তা সঠিক নয়। এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে অভিনেতার দেহরক্ষী রবি সিংহকে আটকানো হয়েছিল। তিনি শুল্ক দফতরের নিয়ম ভেঙেছিলেন। তাই তাঁকে আটকানো হয়। পরবর্তীকালে শুল্ক দফতরের প্রাপ্য টাকা দেওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আধিকারিকরা কেউ শাহরুখ খানকে আটকাননি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে এমনটাই।
আরও পড়ুন - Hera Pheri 3: 'হেরা ফেরি ৩' করতে না পারা নিয়ে অকপট অক্ষয় কুমার
মুম্বই শুল্ক দফতরের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে, শাহরুখ খানের দেহরক্ষী রবি সিংহ যখন নিজের মালপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন তাঁকে ৮ নম্বর গেটে আটকানো হয়। তাঁর মালপত্র তল্লাসি করার পর সেখান থেকে দুটো বহুমূল্যের ঘড়ি পাওয়া যায়। আরও চারটি ঘড়ির খালি বাক্স পাওয়া যায়। শাহরুখ খানকে তাঁরা শুধু বলেছিলেন যে, তিনি এই ঘড়িগুলির শুল্ক মূল্য দিতে চান কিনা। অভিনেতা রাজি হন। এবং সঙ্গে সঙ্গে টাকা জমা করে দেন। ৬.৮৩ লক্ষ টাকা জমা হতেই সবাইকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, বহুদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে তাঁকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে আগামী বছর তিনি তিন-তিনটে ছবি নিয়ে ফিরছেন। 'পাঠান', 'ডাঙ্কি', 'জওয়ান' মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তামাম ভক্তকূল।