এক্সপ্লোর
Advertisement
'ভাগ্যিস মায়ের মার খেয়েছিলাম, তাই ভালো মানুষ হয়েছি', মিমির খুনসুটির জবাব নুসরতের
মাদার্স ডে-র পোস্টের মধ্যেই নজর কাড়ল মাদার্স ডে-র পোস্টে দুুই তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর মজার কথোপকথন।
কলকাতা: মাদার্স ডে তে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে সেলেবদের পোস্টে। মায়ের সঙ্গে নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করে বিভিন্ন অনুভূতি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন বলিউড থেকে টলিউডের তারকারা। এই সব পোস্টের মধ্যেই নজর কাড়ল মাদার্স ডে-র পোস্টে দুুই তারকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর মজার কথোপকথন।
মায়ের সঙ্গে ছোটবেলার বেশ কিছু ছবি শেয়ার করেছেন নুসরত। কোনও ছবিতে ছোট্ট নুসরতকে খাইয়ে দিচ্ছেন মা, আবার কোন ছবিতে মায়ের কোলে বসে আছেন নুসরত। ছবিগুলি শেয়ার করে নুসরত লেখেন, 'কেউ তোমার জায়গা নিতে পারবে না মা। তুমি আমায় যা যা শিক্ষা দিয়েছো তার জন্যেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তুমিই আমায় গড়ে তুলেছ। তোমার মার খেয়েছি বলেই মানুষ হতে পেরেছি।তোমায় ভালোবাসি মা! তুমি জানোও না কতটা। চিরকালের মতো তোমার সঙ্গে ঝগড়া করব (মজা করে), তোমায় বিরক্ত করব। হ্যাপি মাদার্স ডে!'
নুসরতের এই পোস্টে কমেন্ট করেন অপর তারকা সাংসগ মিমি চক্রবর্তী। নুসরত মিমির বন্ধুত্ব এমনিতেই সর্বজনবিদিত। বন্ধুর পোস্টে মিমি লেখেন, 'অঅঅঅ'। পোস্টটি যে ভীষণ মিষ্টি লেগেছে তাঁর তা প্রকাশ পায় তাঁ কমেন্টেই। সেই কমেন্টের প্রত্যুত্তরে মিমিকে উদ্দেশ্য করে নুসরত লেখেন, 'কি মার মেরেছে রে! ঈশ্বরকে ধন্যবাদ! সেই জন্যই আজ আমি ভালো মানুষ হয়েছি। '
মাদার্স ডে তে এই দুই তারকা সাংসদের এই মজার কথোপকথন নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement