Ujjaini on Pushpa 2: 'পুষ্পা ২'-তে আরও এক বাঙালি যোগ, অল্লু অর্জুনের সিনেমার জন্য সারারাত ধরে গান রেকর্ড করলেন উজ্জয়িনী
Ujjaini Mukherjee on Allu Arjun Pushpa 2: উজ্জয়িনী বলে বললেন, 'চেন্নাই শহরে আমি প্রথমবার যখন পা রাখলাম তখন রাত প্রায় ২টো। স্টুডিওতে যাওয়ার পথে বুক ধুকপুক করছিল'
কলকাতা: 'পুষ্পা ২'-তে নতুন বাঙালি যোগ। অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmmika Mandhana) অভিনীত এই ছবিতে এবার শোনা যাবে উজ্জয়িনী মুখোপাধ্যায়ের (Ujjaini Mukherjee)-র গলা। শ্রীজাতর লেখায় 'পুষ্পা ২'-এর জন্য ইতিমধ্যেই চেন্নাই গিয়ে গানটি রেকর্ড করেছেন উজ্জয়িনী। এটা একটি আইটেম সং। কিন্তু কীভাবে এই অফার এল উজ্জয়িনীর কাছে? এবিপি লাইভের কাছে, সেই ছবির গানে সুযোগ পাওয়ার গল্প এবিপি লাইভকে শোনালেন উজ্জয়িনী।
মুম্বইতে একটা অনুষ্ঠানে আমার যোগদান করার কথা ছিল ডিসেম্বরে। অনুষ্ঠানটা হবে গোয়ায়। আমার দুটো অনুষ্ঠানের অনুশীলন করার জন্য মুম্বইতে যাওয়ার কথা ছিল আমার। তার আগেরদিন রাতে তিমিরদার (তিমির বিশ্বাস)- থেকে আমি একটা মেসেজ পাই। তিমিরদার সঙ্গে আমার বহু বছরের পরিচয়। আমার কিছু গানের লিঙ্ক তিমিরদা আমায় পাঠাতে বলেন। কোনও কিছু প্রশ্ন না করেই আমি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমার কাছে অচেনা নম্বর থেকে আমার কাছে একটা মেসেজ আসে। সেখানে লেখা, দেবী শ্রী প্রসাদের টিম থেকে যোগাযোগ করা হচ্ছে। প্রথমটা আমি বিশ্বাস করতে পারিনি। পরেরদিন সকালে যখন মুম্বই পৌঁছলাম, তখন ওঁদের টিম থেকে আমায় ফোন করা হয়। ওঁরা বলেন আজই রেকর্ড করতে হবে। মিক্সিং করতে হবে, সামনেই সিনেমা রিলিজ। আমি প্রথমে বলি, এটা কী করে সম্ভব? আমি তো অন্য একটা কাজে মুম্বই এসেছি। আমায় বলা হয় রিহার্সাল শেষ করে নিয়ে, রাতের ফ্লাইট ধরে যেন চেন্নাই চলে আসি। আমি তাই করলাম।'
উজ্জয়িনী বলে বললেন, 'চেন্নাই শহরে আমি প্রথমবার যখন পা রাখলাম তখন রাত প্রায় ২টো। স্টুডিওতে যাওয়ার পথে বুক ধুকপুক করছিল। যখন পৌঁছলাম তখন সেখানে দুজন ছিলেন। ভীষণ প্রফেশনাল। আমায় সমস্ত দেখিয়ে, বুঝিয়ে দিলেন। তবে সেই সময়ে মনে হচ্ছিল যদি আমার চেনা কাউকে একটা পেতাম। গান গাইতে গাইতেই ওঁরা বললেন কয়েকটা কথা নিয়ে একটু সংশয় হচ্ছে। তাই শ্রীজাতদাকে ফোন করা হবে। আমি শুনে উচ্ছ্বসিত। এত দূরে এসে একটা চেনা মানুষের গলা তো পাব। শ্রীজাতদা ফোনে ছিলেন, আমিও যেন শান্তি পেলাম একটু। গান গাওয়ার পর ওঁর থেকে জানতে চাইলাম সব ঠিক আছে কি না। শ্রীজাতদা দুর্দান্ত একটা কাজ করেছে। অন্য ভাষার গানের অর্থ এক রেখে সেখানে বাংলার মিষ্টত্বটাও ধরে রেখেছে। আমার কোনও রিহার্সাল হয়নি, এক রাতে গান রেকর্ড করলাম। পরে শুনলাম দেবী শ্রী প্রসাদেরও খুব পছন্দ হয়েছি। কলকাতায় ফিরেই শুনলাম পুষ্পা ২-এর কথা। তখন আমার কাছে গোটা বিষয়টা পরিষ্কার হল। আশা করি ছবিটা মুক্তির পরে দর্শকদেরও গানটা ভাল লাগবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।