Nusrat Jahan: ফিটনেস ভুলে বছরের প্রথম দিন মিষ্টিতে মজলেন নুসরত
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। ছবিতে দেখা যাচ্ছে দুহাত ভর্তি নানারকমের কেক আর মিষ্টি নিয়ে কোথাও যাচ্ছে অভিনেত্রী। হাতে মিষ্টির থালা। সঙ্গে পরণে গোলাপি পোশাক।
কলকাতা: বছর শেষ হওয়ার আগেই যশ দাশগুপ্তের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে উড়ে গিয়েছেন বাংলা ছবির নায়িকা নুসরত জাহান (Nusrat Jahan)। বর্ষবরণ উদযাপন সেখানেই করেছেন। বেড়াতে যাওয়া থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করছেন ক্যামেরাবন্দি। আর ছুটি উপভোগের বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখনও তাঁকে দেখা যাচ্ছে রেস্তোরাঁয় পেল্লাই সাইজের কাঁকড়ার সামনে বসে তাকিয়ে থাকতে। কখনও আবার একগুচ্ছ ফুল হাতে নিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীদের। এবার ফিটনেসের কথা ভুলে মিষ্টিতে ডুব দিলেন অভিনেত্রী।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। ছবিতে দেখা যাচ্ছে দুহাত ভর্তি নানারকমের কেক আর মিষ্টি নিয়ে কোথাও যাচ্ছে অভিনেত্রী। হাতে মিষ্টির থালা। সঙ্গে পরণে গোলাপি পোশাক। সব মিলিয়ে আক্ষরিক অর্থে মিষ্টি নুসরত। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'শুরুটা হোক মিষ্টি কিছু দিয়ে'।
আরও পড়ুন - Salman Khan: প্রাক্তন-বর্তমান দুই প্রেমিকার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে সলমন খান
ফিটনেসের প্রতি বরাবরই খুবই সচেতন বাংলা ছবির অভিনেত্রী এবং সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর নিয়মিত শরীরচর্চা করে আগের চেহারায় ফিরে এসেছেন খুব তাড়াতাড়ি। নুসরত জাহানের মিষ্টি ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনেত্রীর রূপেরও তারিফ করেছেন। তার সঙ্গে বেশ কিছু নেট নাগরিক স্বাস্থ্যের কারণে যে এত বেশি মিষ্টি খাওয়া সঠিক নয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন। সাধারণ নেট নাগরিকদের পাশাপাশি নুসরত জাহানের মিষ্টি ছবিতে কমেন্ট করেছেন অন্যান্য তারকারাও।
প্রসঙ্গত, মা হওয়ার পর খুব তাড়াতাড়ি কাজে ফিরেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সম্প্রতি তিনি তাঁর আগামী ছবির পোস্টার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। খুব শীঘ্রই তাঁকে বেশ কিছু ছবিতে দেখা যাবে। আসতে চলেছে তাঁর আগামী ছবি 'স্বস্তিক সঙ্কেত'।