Salman Khan: প্রাক্তন-বর্তমান দুই প্রেমিকার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে সলমন খান
বড়দিন থেকে জন্মদিন কাটিয়ে নিউ ইয়ার উদযাপন করতে পানভেলের খামার বাড়িতে রয়েছেন সলমন খান। সেখানেই পরিবারের সদস্য থেকে বন্ধুবান্ধবদের সঙ্গে নতুন বছর উদযাপন করলেন অভিনেতা।
![Salman Khan: প্রাক্তন-বর্তমান দুই প্রেমিকার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে সলমন খান Salman Khan celebrates New Year with Iulia Vantur, Sangeeta Bijlani and the gang, know in details Salman Khan: প্রাক্তন-বর্তমান দুই প্রেমিকার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশনে সলমন খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/01/ccbb3718a1285230424e0a52f46fd96c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পানভেলের খামার বাড়িতে বর্ষবরণ উদযাপন বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan)। মাত্র কয়েকদিন আগেই এই পানভেলেন ফার্ম হাউজেই বড়দিন আর জন্মদিন পালন করতে গিয়ে সাপের কামড় খেয়েছিলেন ভাইজান। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ আছেন এখন। এবার সেখানেই প্রাক্তন-বর্তমান দুই প্রেমিকার সঙ্গে একসঙ্গে নিউ ইয়ার (Happy New Year 2022) সেলিব্রেট করলেন সলমন খান।
বড়দিন থেকে জন্মদিন কাটিয়ে নিউ ইয়ার উদযাপন করতে পানভেলের খামার বাড়িতে রয়েছেন সলমন খান। সেখানেই পরিবারের সদস্য থেকে বন্ধুবান্ধবদের সঙ্গে নতুন বছর উদযাপন করলেন অভিনেতা। সম্প্রতি অভিনেতা এবং রাজনীতিবিদ বীণা কাক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাইজানের নিউ ইয়ার পার্টির ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত শেয়ার করেছেন। বীণা কাকের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কালো শার্টের উপর সাদা জ্যাকেট এবং গলায় রুপোর চেনে বর্ষবরণ উদযাপনে মেতেছিলেন ভাইজান। ইন্ডাস্টির অভিনেতার কিছু ঘনিষ্ঠ ব্যক্তিরাও এদিন উপস্থিত ছিলেন সলমন খানের নিউ ইয়ার পার্টিতে।
আরও পড়ুন - Mrunal Thakur: করোনায় আক্রান্ত 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর
সলমন খানের নিউ ইয়ার পার্টিতে যোগ দেন তাঁর বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুর। বর্ষবরণ উদযাপনের বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিও তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। এছাড়াও ভাইজানের পার্টিতে যোগ দিতে দেখা যায় তাঁর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিউ ইয়ার পার্টির বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতা। ছবিতে তাঁকে কালো পোশাকে মোহময়ী লাগছে।
প্রসঙ্গত, এর আগেও সলমন খানের ছবির প্রোমোশন থেকে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গিয়েছে সঙ্গীতা বিজলানিকে। 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে নজর কাড়েন অভিনেত্রী। ভাইজানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক না থাকলেও বন্ধুত্ব যে এখনও রয়েছে, তা বারবার প্রকাশ্যে আসছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)