Nusrat Jahan: সিঁথিতে সিঁদুর, ঢাকে কাঠি, প্রসাদ.. দুর্গাপুজোয় সামিল হয়েও সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে নুসরত!
Nusrat Jahan: নুসরত সহজেই মিশে গেলেন মানুষদের সঙ্গে। প্রসাদ খেলেন, ভক্তিভরে প্রণাম করলেন মা দুর্গাকে। হাতে তুলেও নিলেন ঢাকের কাঠি.. নুসরত যেন ঘরের মেয়ে।
কলকাতা: পুজোর শুরুতেই বসিরহাটে নুসরত জাহান (Nusrat Jahan)। সপ্তমীর দিন নিজের সংসদীয় এলাকায় গেলেন বসিরহাটের সাংসদ। ছাইরঙা সালোয়ার কামিজের সাজের মধ্যে ঝলমল করে উঠছে নুসরতের সিঁথি ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন নায়িকা।
কিন্তু সাংসদ হওয়া বড় দায়। নায়িকা হওয়াও। সোশ্যাল মিডিয়ায় নুসরতের এই ছবির কমেন্টবক্স ভরল বিরূপ মন্তব্যে। মুসলমান হয়ে তাঁর সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করেন অনেকেই। নেটিজেনরা অনেকেই লেখেন, 'যিনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, তিনি অন্যদের ধর্মকে কি করে সম্মান করবেন!"
তবে নুসরত সহজেই মিশে গেলেন মানুষদের সঙ্গে। প্রসাদ খেলেন, ভক্তিভরে প্রণাম করলেন মা দুর্গাকে। হাতে তুলেও নিলেন ঢাকের কাঠি.. নুসরত যেন ঘরের মেয়ে।
আরও পড়ুন: Koel Mallick: কাঁসর বাজাতে ব্যস্ত ছোট্ট কবীর, মল্লিকবাড়ির পুজোয় সপরিবারে কোয়েল
তবে এই প্রথম নয়, এর আগেও দুর্গা সেজে ফটোশ্যুট করার জন্য খুনের হুমকি পর্যন্ত পেতে নুসরতকে। তবে এই সব টলাতে পারে না সাংসদের সর্বধর্ম সমন্নয়ের ভাবধারা। প্রতি উৎসবেই সমান খুশিতে গা ভাসান নুসরত। এর আগে কালীপুজোয় নুসরত পৌঁছে গিয়েছিলেন বসিরহাটে। সেখানে গিয়ে ভোগ রান্নাতেও হাত লাগান তিনি।
কিছুদিন আগে নুসরতকে ঘিয়ে অভিযোগ ছিল, তিনি নাকি বসিরহাট অঞ্চলে আসছেনই না। কিন্তু সেই অভিযোগ ধুয়ে গিয়েছে। বারে বারেই বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বসিরহাটের মানুষদের পাশে থেকেছেন নুসরত। বাদ গেল না দুর্গাপুজো ও। সোশ্যাল মিডিয়ার কটাক্ষ, রক্তচক্ষু পেরিয়েও বসিরহাটের মানুষদের হাত ধরেই পুজো শুরু করলেন নুসরত।
View this post on Instagram