Nusrat on Social Media: হাতে মেহেন্দি, খোঁপায় ফুল, নুসরতের শাড়ি লুক ক্যামেরাবন্দি করলেন যশ
Nusrat on Social Media: ক্যাপশনে কাকে উদ্দেশ্য করে লিখেছেন সেই ব্যাপারে খোলসা না করলেও ছবি তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)। নিজেই নিজের মেক আপ করেছেন, জানিয়েছেন সেই কথাও।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রবল পরিমাণে সক্রিয় অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। মাঝে মধ্যেই বিভিন্ন সাজে, বিভিন্ন শ্যুটের ছবি পোস্ট করেন বা হয়তো কখনও কীভাবে দিন কাটাচ্ছেন সেই আপডেটও দেন। এবার ফের একেবার সাবেকি সাজে ছবি পোস্ট করলেন তারকা সাংসদ। সঙ্গে নজরকাড়া ক্যাপশন।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পাঁচটি ছবির সিরিজ পোস্ট করেন অভিনেত্রী। সবুজ সিকুইন বসানো ঝলমলে শাড়ি, ফুলের ডিজাইনে ব্লাউজ, হাতে মেহেন্দি, সঙ্গে শাঁখা-পলা ও সবুজ চুড়ি, খোঁপায় গোলাপ ফুল, কানে ঝোলা লম্বা দুল, হালকা মেক-আপ। অসম্ভব সুন্দর দেখাচ্ছে নুসরতকে। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'মার্জিতভাবে তোমার' (Elegantly Yours)।
View this post on Instagram
ক্যাপশনে 'তোমার' লিখে কাকে বোঝাতে চাইলেন সেই ব্যাপারে খোলসা না করলেও ছবি তোলার জন্য ধন্যবাদ জানিয়েছেন যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)। নিজেই নিজের মেক আপ করেছেন, জানিয়েছেন সেই কথাও।
মঙ্গলবার আরও একটি কারণে শিরোনামে উঠে আসেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় বৈঠকে অনুপস্থিত থাকার জন্য শো-কজ করা হয় নুসরত ও মিমিকে।
সংসদীয় দলের বৈঠকে গরহাজির থাকার মাশুল। নুসরত (Nusrat Jahan)-মিমিকে (Mimi Chakraborty) শোকজ করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhisek Banerjee) উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে কেন অনুপস্থিত? নুসরত জাহান, মিমি চক্রবর্তীর কাছে কারণ জানতে চাইল দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
