Nusrat Jahan Update: 'জীবনে অনেক ভুল করেছি', যশের উদ্দেশে নুসরত
Nusrat Jahan Update: প্রেম, বিয়ে, সন্তান, মসৃণ খাতে বয়নি নুসরতের জীবন, তাঁর পিছু ছাড়েনি বিতর্কও। নিখিল জৈনের সঙ্গে তাঁর সামাজিক বিবাহ, বিচ্ছেদ সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল তাঁকে।
কলকাতা: 'আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু প্রত্যেকটা ভুল তোমার সঙ্গে আমায় মেলানো জন্য হয়, আর সেই সমস্ত ভুলের কারণেই যদি আমি এখন, এখানে থাকি, তাহলে সব ভুলের জন্য আমি নিজেকে ক্ষমা করে দেব।' অকপট স্বীকারোক্তি, তবে লেখক বা লেখিকা অজানা। এই কয়েকটা লাইন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নুসরত জাহান (Nusrat Jahan), নিচে লিখলেন যশ দাশগুপ্তের (Yash Dashgupta) নাম।
প্রেম, বিয়ে, সন্তান, মসৃণ খাতে বয়নি নুসরতের জীবন, তাঁর পিছু ছাড়েনি বিতর্কও। নিখিল জৈনের সঙ্গে তাঁর সামাজিক বিবাহ, বিচ্ছেদ সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল তাঁকে। এরপর ঈশানের জন্ম, একরত্তি পৃথিবীতে আসার সময় সবসময় নুসরতের পাশে ছিলেন যশ। পরবর্তীকালে নুসরত ও যশ দুজনেই জানান, ঈশান তাঁদের সন্তান। এখন একরত্তিকে নিয়েই সময় কাটছে অভিনেতা অভিনেত্রীর। তার মধ্যে কাজও করছেন চুটিয়ে।
আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাগ করে নেন নুসরত। ছবির লেখাটা নুসরতের নিজের না হলেও বোঝা যায়, এই কথা মিলে গিয়েছে তাঁর মনের কথার সঙ্গে। ছবিতে লেখা, 'আমি জীবনে অনেক ভুল করেছি। কিন্তু প্রত্যেকটা ভুল তোমার সঙ্গে আমায় মেলানো জন্য হয়, আর সেই সমস্ত ভুলের কারণেই যদি আমি এখন, এই মুহূর্তে এখানে থাকি, তাহলে সব ভুলের জন্য আমি নিজেকে ক্ষমা করে দেব।' ছবির শেষে তিনি ট্যাগ করেন যশ দাশগুপ্তের নাম। যশকেই যেন এই বাক্যগুলো বলতে চাইলেন নুসরত।
সদ্য মা হয়েও নজরকাড়া ফিটনেস, নুসরতের ছবি দেখে অবাক নেটিজেনরা
গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের তিনটি ছবি আপলোড করেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাতাসে শীতের আমেজ, আকাশও আজ মেঘলা। কিন্তু শরীরচর্চার পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন ঈশান জননী। সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়িকার এই ছবি দেখে অবাক নেটদুনিয়া। প্রত্য়েকেই প্রশংসা করেছেন তাঁর ফিটনেসের। অথচ নুসরতের কথায়, তিনি নাকি একেবারেই ডায়েট মানছেন না। রাতের ঘুমও উড়েছে নায়িকার।
সকলের সমস্যার কথা শুনে বাড়ি গিয়ে মনে হত "এত সমস্যা হয় মানুষের জীবনে?": নুসরত
মা হওয়ার পরেই কাজে ফিরেছেন নুসরত জাহান। শেষ করেছেন আস্ত একটা ছবির শ্যুটিং-ও। আপাতত নতুন ইনিংস নিয়ে ব্যস্ত তিনি। সঞ্চালনায় পা রাখছেন নুসরত। সেলিব্রিটি 'টক শো 'ইশক উইথ নুসরত'-এর পরিচালনা করবেন তিনি। বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো।