Nusrat Jahan photo: সদ্য মা হয়েও নজরকাড়া ফিটনেস, নুসরতের ছবি দেখে অবাক নেটিজেনরা
মাতৃত্বের মাস দুয়েকের মধ্যেই তন্নি চেহারায় রীতিমতো তাক লাগাচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভোগ করে নিলেন সেই ছবি।
কলকাতা: তিনি ফিটনেস ফ্রিক। নিয়মিত শরীরচর্চা, ডায়েট বাদ যায়না তাঁর রুটিন থেকে। কিন্তু এখন তাঁর জীবন বদলেছে, বদলেছে দিনযাপনও। সদ্য মা হয়েছেন তিনি। কিন্তু মাতৃত্বের মাস দুয়েকের মধ্যেই তন্নি চেহারায় রীতিমতো তাক লাগাচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ভোগ করে নিলেন সেই ছবি।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের তিনটি ছবি আপলোড করেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বাতাসে শীতের আমেজ, আকাশও আজ মেঘলা। কিন্তু শরীরচর্চার পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন ঈশান জননী। সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়িকার এই ছবি দেখে অবাক নেটদুনিয়া। প্রত্য়েকেই প্রশংসা করেছেন তাঁর ফিটনেসের। অথচ নুসরতের কথায়, তিনি নাকি একেবারেই ডায়েট মানছেন না। রাতের ঘুমও উড়েছে নায়িকার।
মা হওয়ার পরেই কাজে ফিরেছেন নুসরত জাহান। শেষ করেছেন আস্ত একটা ছবির শ্যুটিং-ও। আপাতত নতুন ইনিংস নিয়ে ব্যস্ত তিনি। সঞ্চালনায় পা রাখছেন নুসরত। সেলিব্রিটি 'টক শো 'ইশক উইথ নুসরত'-এর পরিচালনা করবেন তিনি। বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী। আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো।
ইনস্টাগ্রাম স্টেটাসে দীপাবলির দিন দুটি ছবি ভাগ করে নেন নুসরত জাহান। একটি ছবিতে বাড়ির বারন্দায় বসে রয়েছেন তিনি। সামনে জ্বলনে সাজানো প্রদীপ। মানানসই করে সাজানো হয়েছে বারান্দা। নুসরতের পরণে গাঢ় বেগুনি পোশাক, তাতে জরির কাজ করা। খোলা চুল আর হালকা গয়নায় নুসরত অপরুপা। আর তার পাশেই নায়িকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বসে রয়েছেন যশ। তাঁর গায়েও নুসরতের শাড়ির রঙের পোশাক। দুজনের পোশাকের রঙ মিলে গিয়েছে হুবহু। নুসরতের সিঁথি জোড়া সিঁদুর, মুখে উপচে পড়ছে হাসি। এই একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে ভাগ করে নিয়েছেন যশও।
তবে এরপরে আরও একটি ছবি ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়েছিলেন নুসরত। দুহাত দিয়ে তিনি আগলে ধরে রয়েছেন ছোট্ট এক শিশুকে। ঈশান। সেই প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে এনেছিলেন নুসরত জাহান।