এক্সপ্লোর
দেখুন, বিয়ের পর নুসরত-নিখিলের প্রথম ছবি!
তুরস্কের বন্দর শহর বোদরুমে বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন নুসরত জাহান ও নিখিল জৈন।

বোদরুম: একেই বোধ হয় বলে স্বপ্নের সাতপাক। বহু জল্পনার পর চার হাত হল এক। তুরস্কের বোদরুমে বিবাহসূত্রে বাঁধা পড়লেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈন।
বিয়েতে হাজির ছিলেন দুই পরিবারের আত্মীয়-পরিজনেরা। আর কোনও সেলিব্রিটি নিমন্ত্রিত ছিলেন কিনা জানা যায়নি। তবে বিয়ের আসরে ছাড়াও হাজির ছিলেন বাংলার অপর নতুন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তুরস্কে পৌঁছে সেই ছবি পোষ্ট করেছেন মিমি নিজেই।
বুধবার নুসরত-নিখিলের বিয়ে উপলক্ষ্যে আলোয় সেজে ওঠে পাঁচতারা হোটেল। সকাল থেকেই শুরু হয়ে যায় বিয়ের তোরজোর। বিয়েতে কনের পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। নিখিলও পরেছিলেন সব্যসাচীর পোশাকই। নির্দিষ্ট সময়ে প্রথা মেনে সম্পন্ন হয় বিয়ে। জানা গেছে, জমকালো নাচ-গানের অনুষ্ঠানের আয়োজনও হয় বিয়ে উপলক্ষ্যে। এর পর হয় হোয়াইট ওয়েডিং। এর আগে, নুসরতের গায়ে হলুদের ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়।
তুরস্ক থেকে ভারতে ফেরার পর ৪ জুলাই কলকাতায় জমকালো রিসেপশনের আয়োজন করেছেন নুসরত ও নিখিল। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















