Nusrat Yash: যশকে নকল করছেন নুসরত? নতুন রিল ভিডিও দেখে মন্তব্য অনুরাগীদের
Nusrat Yash: সময় আর জায়গা দুইই এক। এমনকি ইনস্টাগ্রাম রিল বানানোর ধরনও এক। সোশ্যাল মিডিয়ায় নতুন রিল ভিডিও পোস্ট করলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন তাঁরা।
![Nusrat Yash: যশকে নকল করছেন নুসরত? নতুন রিল ভিডিও দেখে মন্তব্য অনুরাগীদের Nusrat Yash: Actress Nusrat Jahan and Actor Yash Dashgupa shares new reel video on social media Nusrat Yash: যশকে নকল করছেন নুসরত? নতুন রিল ভিডিও দেখে মন্তব্য অনুরাগীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/0df01802ec17f47d2785efa580ad5af6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সময় আর জায়গা দুইই এক। এমনকি ইনস্টাগ্রাম রিল বানানোর ধরনও এক। সোশ্যাল মিডিয়ায় নতুন রিল ভিডিও পোস্ট করলেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সম্প্রতি গোয়া সফরে গিয়েছিলেন তাঁরা। সম্ভবত সেই সফরে গিয়েই বানানো এই মজার রিলগুলি।
যশ ও নুসরত যে রিল ভিডিও পোস্ট করেছেন তার স্টাইলও বেশ একরকম। দুজনেই প্রথমে সানগ্লাস হাতে নিয়ে হেঁটে আসছেন। তারপর সানগ্লাস পরতেই বদলে যাচ্ছে তাঁদের পোশাক ও চুলের ধরন। যশের পরণে প্রথমে থাকছে নীল ডেনিম, সাদা টি-শার্টের ওপর হলুদ হাফহাতা জ্যাকেট। এরপর বদলে গিয়ে সেই পোশাক হয়ে যাচ্ছে নীল রিপড ডেনিমের বুকখোলা জ্যাকেট ও আকাশি ডেনিম।
অন্যদিকে নুসরত পরেছেন একটি অফ সোলডার সবুজ পাশ্চাত্য পোশাক। এরপরে সেই পোশাক বদলে গিয়ে হচ্ছে সাদা হট প্যান্ট আর ডিজাইনার সাদা শার্ট। নুসরতেরও হাতে চশমা। সেই চশমা চোখে পরতে পরতেই হেঁটে আসছেন তিনি। নুসরতের এই ভিডিওতে নেটিজেনরা অনেকে দেখেন, যশকে ভালোই নকল করছেন।
সদ্য জন্মদিন গিয়েছে নুসরতের। মাঝরাত্রেই একসঙ্গে ছবি পোস্ট করে তাঁকে ভালোবাসায় মোড়া শুভেচ্ছা জানিয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। সেই ছবি ইনস্টাগ্রাম স্টেটাসে পোস্ট করে পাল্টা শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। এরপরেই নিজের প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা কেকের সামনে বসে তিনি। সেই কেকের ওপর ক্রিম দিয়ে তৈরি করা পালক। আর কেকের ঠিক সামনে তৈরি করা ছোট্ট দুটি পুতুল। এক শিশুপুত্রকে আগলে রয়েছে তার মা। মায়ের পিঠ থেকে বিশাল বড় দুটো সাদা ডানা, যেন দেবদূত। জন্মদিনে প্রাধান্য পেল মাতৃসত্ত্বাই। কেকে রইল তার ছোঁয়া। ছবি পোস্ট করে নুসরত লিখলেন, 'এক বছর বয়স বেড়ে যাওয়াকে আগে কখনও আশীর্বাদ মনে হয়নি। কৃতজ্ঞতা।'
আরও পড়ুন: ওয়েবের পর্দায় 'কবির লড়াই', বাঙালিয়ানায় মোড়া নতুন সিরিজ 'ঝালাগান পালাগান'
নুসরতের জন্মদিনে কী সঙ্গী হয়েছিলেন যশ? এখনও পর্যন্ত একসঙ্গে জন্মদিন উৎযাপনের কোনও ছবি পোস্ট করেননি তাঁরা। কিন্তু জন্মদিনের আগের রাতেই একই জায়গা থেকে ছবি পোস্ট করেছিলেন নুসরত-যশ। আলোয় মোড়া সেই ছবিতে নুসরতের মুখে ছিল খুশির আভা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)