Nusrat-Yash: বাংলাদেশে বিয়েবাড়ির নিমন্ত্রণরক্ষা, ছবি শেয়ার করলেন নুসরত-যশ
নীল লেহঙ্গায় অপরূপা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিয়েবাড়ি থেকে ছবি ভাগ করে নিলেন নুসরত। একসঙ্গে ছবি না দিলেও নিজের সোশ্যাল মিডিয়ায় সাবেকি সাজে ছবি ভাগ করে নিলেন যশ
কলকাতা: দেশ ছাড়ছেন, সেই খবর জানিয়েছিলেন আগেই। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বিয়ে বাড়ির নতুন ছবি। নীল লেহঙ্গায় অপরূপা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। খোলা চুলে ফুলের সাজ। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিয়েবাড়ি থেকে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। একসঙ্গে ছবি না দিলেও নিজের সোশ্যাল মিডিয়ায় সাবেকি সাজে ছবি ভাগ করে নিলেন যশ দাশগুপ্তও (Yash Dashgupta)।
সূত্রের খবর, ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মিমি চক্রবর্তী ও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির ছবি শেয়ার করে নিয়েছেন যশ ও নুসরত দুজনেই। গাঢ় নীল লেহঙ্গার ওপর রুপোলি কাজ করা লেহঙ্গা চোলি বেছে নিয়েছিলেন নুসরত। সঙ্গে ভারি গয়না বেছে নিয়েছিলেন তিনি। মাথায় ছিল ফুলের সাজও।
আরও পড়ুন: প্রাক্তন স্ত্রী কিরণের কাছ থেকে জন্মদিনে কী উপহার পেলেন আমির খান?
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিয়েছেন যশও। স্টিচড ধুতি, বন্ধগলা কোট পরেছিলেন যশ। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। তবে একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। সাজের ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমিও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নুসরত বা যশের সঙ্গে কোনও ছবি ভাগ করে নেননি তিনি।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি আপলোড করেছেন মিমি। সাদা লেহঙ্গায় ঝলমলে মিমি। লোকেশানে ঝলমল করছে ঢাকা, বাংলাদেশ। তবে বন্ধু নুসরতের সঙ্গে কোনও ছবি দেখা গেল না তাঁর। বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেছেন নুসরতও। সেখানেও দেখা মেলেনি মিমির।
‘গান বাংলা চ্যানেল’-এর ‘লাভলি অ্যাকসিডেন্ট’ আর ‘দুষ্টু পোলাপান’-এ নাচ করতে দেখা গিয়েছিল সানি লিওনিকে (Sunny Leone)। এদিন বিয়ের আসরে হাজির ছিলেন তিনিও। ‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল নুসরত জাহানকে। নীরব হোসেন বিপরীতে একটি মিউজিক ভিডিওতে ছিলেন মিমি চক্রবর্তী। এঁরা সবাই হাজির ছিলেন বাংলাদেশের বিয়েবাড়িতে।