O Balle Balle Song: সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির নতুন গান 'ও বল্লে বল্লে' প্রকাশ্যে
'O Balle Balle': এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরনো হিট গান 'বল্লে বল্লে'র নতুন ভার্সন। গানে দেখা যাচ্ছে শেহনাজ গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম ও জসসি গিলকে।
নয়াদিল্লি: মুক্তি পেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan) নতুন গান 'ও বল্লে বল্লে' (O Balle Balle)। লম্বা চুল, কালো মেরুনের জমকালো জ্যাকেটে নজর কাড়লেন ভাইজান। ১ ঘণ্টায় ইউটিউবে (YouTube) এই গান আড়াই লক্ষ ভিউজ ছাড়িয়েছে।
মুক্তি পেল সলমনের ছবির নতুন গান 'ও বল্লে বল্লে'
মুক্তির আগে একের পর এক গান, ট্রেলারে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। প্রথম গানে যেমন সলমন খানের সঙ্গে পূজা হেগড়ের প্রেম কাহিনি গড়ে ওঠার আভাস মিলেছিল, এই গানে তেমনই ছবিতে তাঁর বাকি তিন বন্ধুর প্রেমের ঝলক দেখা যাবে। সুখবীরের কণ্ঠে ও তাঁরই সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে এই গান।
এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরনো হিট গান 'বল্লে বল্লে'র নতুন ভার্সন। গানে দেখা যাচ্ছে সলমন খান, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম ও জসসি গিলকে।
গানের শুরুতেই সলমন খানকে দুর্দান্ত স্টেপে নাচ করতে দেখা গেল। শেহনাজ ও রাঘব, পালক ও জসসি ও সিদ্ধার্থ ও ভিনালির প্রেমের ঝলকও মেলে। গানের কথা লিখেছেন কুমার। গানের মূল উপাদান পাঞ্জাবী বিট।
View this post on Instagram
আরও পড়ুন: Benudar Tension: মিনি সিরিজে এবার মজা ও টেনশনের মিশেল, প্রকাশ্যে 'বেনুদার টেনশন'-এর পোস্টার
পুরনো গান নতুন করে তৈরির ব্যাপারে সুখবীর বলেন, 'সলমন চেয়েছিলেন দুটো গান "দিল করে" ও "বল্লে বল্লে" ব্যবহার করে একটা পুরো নতুন গান তৈরি করতে এবং সেই থেকেই "বল্লে বল্লে"র রিমেক তৈরি হয়েছে। প্রথম গানটি পাঞ্জাবীতে গেয়েছিলাম কিন্তু পরের গানটি গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি। লিরিক্স ও গানের ধরনের সঙ্গে খাপ খাইয়ে পাঞ্জাবী বিট ঢোকাতে হয়েছে।' এই গানের বাড়তি লিরিক্স নাকি লিখেছেন সলমন নিজেই।
ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ এপ্রিল।